Bangla

বার্গার, পিৎজা আর ১২টি ডায়েট কোক! ডোনাল্ড ট্রাম্পের লাঞ্চ-ডিনার মেনু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন বার্গার, পিৎজা আর ১২টি ডায়েট কোক খান। এটাই তাঁর রোজকার খাবার।

Bangla

নিজের সিদ্ধান্তই শুধু নয়, খাদ্যাভ্যাস নিয়েও আলোচনায় থাকেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭-তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় নিজের আক্রমণাত্মক সিদ্ধান্তের জন্য আলোচনায় থাকেন। কিন্তু তিনি খাবার নিয়েও বেশ আলোচিত, জানেন কি?

Image credits: Our own
Bangla

ফাস্ট ফুডের বড় ভক্ত ডোনাল্ড ট্রাম্প, সারাদিন এই ধরনের খাবার খেয়ে যান

ডোনাল্ড ট্রাম্পের ফাস্ট ফুড খুব পছন্দ। তিনি ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিৎজা ও কোকের মতো খাদ্য ও পানীয় গ্রহণ করতে ভালোবাসেন।

Image credits: Our own
Bangla

খাবারের উৎসের খবর না জেনে কিছুই খান না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব ভালোবাসেন। তাই যে খাবারের উৎস সম্পর্কে তিনি জানেন না, তা খান না।

Image credits: Our own
Bangla

১৪ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কিছু না খেয়েও থাকতে পারেন ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ইলেকশন ক্যাম্পেইন ম্যানেজার কোরি লিওয়ান্ডোস্কি তাঁর বই "লেট ট্রাম্প বি ট্রাম্প"-এ জানিয়েছেন, ট্রাম্প ১৪ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কিছু না খেয়ে থাকতে পারেন।

Image credits: Our own
Bangla

সকালে পর্ক ও ডিম খেতে ভালোবাসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প সকালের জলখাবারে পর্ক ও ডিম খেতে পছন্দ করেন। দুপুরের খাবারে তিনি জুসি মিটলোফ ও কেচাপের সঙ্গে অনেক কিছু খান।

Image credits: Our own
Bangla

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাতের খাবারের মেনুও বেশ মজার

রাতের খাবারে তাঁর মেনু আরও মজার হয়। তিনি ম্যাকডোনাল্ডস থেকে দু'টি বিগ ম্যাক, দু'টি ফিশ বার্গার (ফিলে-ও-ফিশ) এবং একটি ছোট চকোলেট শেক আনান।

Image credits: Our own
Bangla

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিদিন ১২টি ডায়েট কোক পানের অভ্যাস!

ডোনাল্ড ট্রাম্পের মিল্কশেক ও কোল্ড ড্রিঙ্কস খুব পছন্দ। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, তিনি প্রতিদিন ১২টি ডায়েট কোক পান করেন!

Image credits: Getty
Bangla

ব্যায়াম থেকে দূরে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসের প্রাক্তন চিকিৎসক ড. রনি জ্যাকসন নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প ব্যায়াম করেন না।

Image credits: Getty
Bangla

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খাবারের পছন্দ বেশ অবাক করার মতো

ডোনাল্ড ট্রাম্পের খাবারের পছন্দ যত মজার, ততটাই অবাক করার মতো! তিনি এত খাবার খেয়েও ব্যায়াম করেন না।

Image credits: Getty

টন টন পিৎজা-পাস্তা উড়িয়ে দেন! রইল আমেরিকানদের সম্পর্কে মজার তথ্য

একটি ইংরেজি বর্ণ রয়েছে , যেটি ৫০টি মার্কিন রাজ্যের নামে নেই

ট্রাম্পের ৫৮,০০০ কোটি টাকার সম্পত্তি, ২০ একর জমিতে বাড়ি! দেখুন ছবি

করোনার উৎস নিয়ে মার্কিন সেনেটে ৩২০ পাতার রিপোর্টে কাঠগড়ায় চিন