United States

করোনাভাইরাস নিয়ে রিপোর্ট

করোনাভাইরাস নিয়ে মার্কিন সেনেটে গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ। বলা হয়েছে চিনের উহানের ল্যাব থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল কোভিড-১৯।

Image credits: Getty

মার্কিন সেনেটে রিপোর্ট পেশ

মার্কিন সেনেটে পেশ করা হয়েছে এই রিপোর্ট। বসা হয়েছে গবেষণা সম্পর্কিত ঘটনার ফল করোনাভাইরাস।

Image credits: Getty

মার্কিন রিপোর্টে অভিযোগ

অভিযোগ যে SARS-CoV -2, ভাইরাস যা মারাত্মক কোভিড মহামারী সৃষ্টি করেছে, এটি একটি পরীক্ষাগার ফাঁসের ফলাফল। সরাসরি চিনকেই দায়ী করা হয়েছে।

Image credits: Getty

৩২০ পৃষ্ঠার রিপোর্ট

কোভিডের উৎস সন্ধান নিয়ে মার্কিন সেনেটে ৩২০ পৃষ্ঠার রিপোর্ট পেশ করা হয়েছে। বলা হয়েছে প্রাথমিকভাবে এটি জীব নিরাপত্তাকে বিঘ্নিত করে।

Image credits: Getty

করোনা সংক্রমণের সূত্র

প্রতিবেদন অনুযায়ী প্রাণী থেকে মানুষের শরীরে এটি ছড়িয়ে পড়ে। তবে তার সুনির্দিষ্ট কোনও প্রমান নেই বলে দাবি সেনেটের রিপোর্টে।

Image credits: Getty

ভ্যাক্সিন গবেষণায় তৈরি

এটি ভ্যাক্সিন সম্পর্কিত গবেষণার সময় তৈরি হয়েছিল এই ভাইরাট। যা জৈব নিরাপত্তা নিয়ন্ত্রণে ব্যর্থতার ফল সম্ভবত অনিচ্ছাকৃত ছিল চিনের।

Image credits: Getty

কোভিডের প্রথম কেস

কোভিডের প্রথম সংক্রমণ রিপোর্ট করা হয়েছিল চিনের উহান শহরে। প্রথম থেকেই ভাইরাস নিয়ে দ্বিধাবিভক্ত বিজ্ঞানীরা।

Image credits: Getty

চিনের দাবি

চাইনিজ সেন্টার ফর ডিজিড কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গবেষকরা দাবি করেছেন, তাঁরা নমুনা সংগ্রহের জন্য যে সোয়াব সংগ্রহ করেছিলেন সেগুলি উহানের ওয়েট মার্কেটের নমুনার সঙ্গে মিলিয়েছিলেন।

Image credits: Getty

চিনের দাবি

উহানে কোভিড ছড়িয়ে পড়ার প্রথম সপ্তাহে নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়েছিল। উহানকেই কোভিডের আতুঁড় ঘর বলা হয়।

Image credits: Getty

কাঠগড়ায় চিন

সেনেটের প্রতিবেদনা বলা হয়েছে চিনের সমন্বয়ের অভাবের কারণে কোভিড বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। গাফিলতি ছিল চিনের। 

Image credits: Getty