Bangla

করোনাভাইরাস নিয়ে রিপোর্ট

করোনাভাইরাস নিয়ে মার্কিন সেনেটে গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ। বলা হয়েছে চিনের উহানের ল্যাব থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল কোভিড-১৯।

Bangla

মার্কিন সেনেটে রিপোর্ট পেশ

মার্কিন সেনেটে পেশ করা হয়েছে এই রিপোর্ট। বসা হয়েছে গবেষণা সম্পর্কিত ঘটনার ফল করোনাভাইরাস।

Image credits: Getty
Bangla

মার্কিন রিপোর্টে অভিযোগ

অভিযোগ যে SARS-CoV -2, ভাইরাস যা মারাত্মক কোভিড মহামারী সৃষ্টি করেছে, এটি একটি পরীক্ষাগার ফাঁসের ফলাফল। সরাসরি চিনকেই দায়ী করা হয়েছে।

Image credits: Getty
Bangla

৩২০ পৃষ্ঠার রিপোর্ট

কোভিডের উৎস সন্ধান নিয়ে মার্কিন সেনেটে ৩২০ পৃষ্ঠার রিপোর্ট পেশ করা হয়েছে। বলা হয়েছে প্রাথমিকভাবে এটি জীব নিরাপত্তাকে বিঘ্নিত করে।

Image credits: Getty
Bangla

করোনা সংক্রমণের সূত্র

প্রতিবেদন অনুযায়ী প্রাণী থেকে মানুষের শরীরে এটি ছড়িয়ে পড়ে। তবে তার সুনির্দিষ্ট কোনও প্রমান নেই বলে দাবি সেনেটের রিপোর্টে।

Image credits: Getty
Bangla

ভ্যাক্সিন গবেষণায় তৈরি

এটি ভ্যাক্সিন সম্পর্কিত গবেষণার সময় তৈরি হয়েছিল এই ভাইরাট। যা জৈব নিরাপত্তা নিয়ন্ত্রণে ব্যর্থতার ফল সম্ভবত অনিচ্ছাকৃত ছিল চিনের।

Image credits: Getty
Bangla

কোভিডের প্রথম কেস

কোভিডের প্রথম সংক্রমণ রিপোর্ট করা হয়েছিল চিনের উহান শহরে। প্রথম থেকেই ভাইরাস নিয়ে দ্বিধাবিভক্ত বিজ্ঞানীরা।

Image credits: Getty
Bangla

চিনের দাবি

চাইনিজ সেন্টার ফর ডিজিড কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গবেষকরা দাবি করেছেন, তাঁরা নমুনা সংগ্রহের জন্য যে সোয়াব সংগ্রহ করেছিলেন সেগুলি উহানের ওয়েট মার্কেটের নমুনার সঙ্গে মিলিয়েছিলেন।

Image credits: Getty
Bangla

চিনের দাবি

উহানে কোভিড ছড়িয়ে পড়ার প্রথম সপ্তাহে নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়েছিল। উহানকেই কোভিডের আতুঁড় ঘর বলা হয়।

Image credits: Getty
Bangla

কাঠগড়ায় চিন

সেনেটের প্রতিবেদনা বলা হয়েছে চিনের সমন্বয়ের অভাবের কারণে কোভিড বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। গাফিলতি ছিল চিনের। 

Image credits: Getty

Health News: মাংস-খেকো ব্যাক্টেরিয়ার প্রাদুর্ভাবে আতঙ্ক আমেরিকায়