Bangla

'ভিনগ্রহীর দেহ' ঘিরে চাঞ্চল্য

আবারও ভিনগ্রহীরদের নিয়ে চাঞ্চল্য। তৈরি হয়েছে রহস্য। কারণ একটি এলিয়নের দেহ পাওয়া গিয়েছিল। তবে সেটি দ্রুত উদাও হয়ে যায়।

Bangla

দক্ষিণ আমেরিকার ছোট্ট গ্রামে রহস্য

দক্ষিণ আমেরিকার বলিভিয়ার লা পাজের ছোট্ট শহর হুয়ারিনাতে রহস্য তৈরি হয়েছে ভিনগ্রহীর মৃতদেহ ঘিরে। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

Image credits: social media
Bangla

স্থানীয়রাই উদ্ধার করে দেহ

স্থানীয়রা ভিনগ্রহীর দেহ নর্দমায় পড়ে থাকতে দেখে। ভিনগ্রহীর দেহটি অনেকটা নীলচে রঙের। দেহের অনেক অংশ কালো হয়ে গেছে।

Image credits: social media
Bangla

শুধু এলিয়ন নয়

হুয়ারিনের বাসিন্দাদের দাবি ভিনগ্রহী নয়। তারা ভিন গ্রহের যানও দেখেছেন। যা নাকি আকাশ থেকে পড়ে গেয়েছিল।

Image credits: Getty
Bangla

মৃত্যুর কারণ

স্থানীয়দের দাবি ইউএফও থেকে পড়ে যাওয়াতেই এলিয়েনের মৃত্যু হয়েছে। তার পরেও রহস্য রয়েছে।সেখান থেকেই দেহটি হঠাৎই গায়েব হয়ে যায়। যারা ছবি তুলেছিল তারাই এই দাবি করেছে।

Image credits: Getty
Bangla

আকাশে সবুজ আলো

স্থানীয়দের দাবি যেদিন এলিয়ের দেহ দেখেছিল তার দুই দিন আগেই রাতের আকাশে সবুজ আলো দেখা গিয়েছিল। সেটাই ভিন গ্রহের যান বলে তাদের বিশ্বাস।

Image credits: Getty
Bangla

নিখোঁজ মৃতদেহ

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই মাসের শুরুতেই তারা নর্দমায় ভিনগ্রহীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেই সময়ই তারা ছবি তুলেছেন। তারপরই সেটি গায়েব হয়ে যায়।

Image credits: Getty
Bangla

মৃতদেহ কোথায়

কোথায় গেল ভিনগ্রহীর দেহ তাই নিয়ে চাঞ্চল্য রয়েছে। কারণ কেই দাবি করছেন সহযাত্রীরা পালিয়ে যাওয়ার সময় তাদের মৃত বন্ধুকে নিয়ে পালিয়ে গেছে। অনেকে বলছে এটি চুরি করা হয়েছে।

Image credits: Getty
Bangla

স্থানীয়দের দাবি

গ্রামের বাসিন্দারা দাবি করেন, রাতের অন্ধকারে রাস্তায় তারা অপরিচিত জিনিস তারা দেখতে পান। যা ঘিরে তাদের আতঙ্ক তৈরি হয়।

Image credits: Getty
Bangla

রহস্য সমাধানের কোনও উপায় নেই

তবে দেহটি কার- সেই রহস্য সমাধানের কোনও উপায় নেই। কারণ দেহটি উধাও হয়ে গেছে। তবে স্থানীয়া দাবি করেছেন দেহটি ছোট্ট। কিন্তু সেটি মানব দেহের মতই দেখতে। সেটি ভিনগ্রহীর।

Image credits: Getty

বিশ্বের সেরা ১০ সুন্দর পাসপোর্ট, যা দেখলে প্রেমে পড়ে যাবেন