World News

প্যালেস্টাইন ইজরায়েল যুদ্ধ

সাত দিনের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ইজরায়েলের হামলার ছাপ স্পষ্ট প্রতিটি এলাকায়

Image credits: Getty

ধ্বংসস্তূপ গাজা

প্যালেস্টাইন -ইজরায়েল যুদ্ধের সাত দিন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। জীবন বিপন্ন ইজরায়েলের হামলায়

Image credits: Getty

১৫৩৭ জনের মৃত্যু

ইজরায়েলের হামলায় গাজা মারা গেছে ১৫৩৭ জনেরও বেশি সাধারণ মানুষ। আহতের সংখ্যা কয়েক হাজার। ক্রমাগত হামলায় বিপন্ন গাজা

Image credits: Getty

ইজরায়েলের বিমান হানা

গাজায় হামাসদের হত্যায় বদ্ধ পরিকর ইজরায়েল। ক্রমাগত বিমান হানা চালিয়ে যাচ্ছে। বোমার আঘাতে ছিন্নভিন্ন গোটা শহর।

Image credits: Getty

৬০ হামাস নিকেশ

ইজরায়েলের হামলায় ৬০ হামাস জঙ্গি নিহত হয়েছে। ২৫০ পণবন্দিকে উদ্ধার করেছে ইজরায়েলি সেনা বাহিনী

Image credits: Getty

এবার স্থলযুদ্ধের প্রতীক্ষা

ইজরায়েল গাজায় হামলা চলানোর জন্য পুরোপুরি তৈরি। উদ্দেশ্যে একজনও হামাস জঙ্গি যাতে না বাঁচে তার জন্য চিরুনি তল্লাশি করে হামলা চালান।

Image credits: Getty

রাষ্ট্র সংঘের নিন্দা

গাজার উত্তর দিক সাধারণ মানুষকে খালি করে যেতে নির্দেশ ইজায়েলের। যার তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। কিন্তু ইজরায়েল তাতে কোনও গুরুত্ব দেয়নি।

Image credits: Getty

বিপর্যস্ত গাজা

টানা অবরোধের জেরে বিপর্যস্ত গাজা। খাবার , জল, ওষুধ বাড়ন্ত। বিদ্যুৎ সংযোগ প্রায় বিচ্ছিন্ন। ইজরায়েলের ক্রমাগত হামলার কারণে বিপর্যস্ত গাজা শহর।

Image credits: Getty