গোল্ডেন সিকুইন বা তারা-কাঁথা করা এমন পার্স ট্র্যাডিশনাল ও ট্রেন্ডি লুক দেবে। মামার হলুদ বা মেহেদি অনুষ্ঠানের জন্য এটি উপযুক্ত।
ছোট ছোট বিড দিয়ে সাজানো গোল্ডেন বিডেড পার্স রাজকীয় ভাব দেয়। এমন ব্যাগ ভারী নয়, কিন্তু দেখতে অনেক আকর্ষণীয়।
মেটাল পার্ল হ্যান্ডব্যাগ সবসময় পোশাকে জাঁকজমকপূর্ণ ভাব আনে। কুর্তা সেট বা অনারকলির সাথে এটি মানাবে। ১০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
চকচকে গোল্ডেন রঙের হার্ড বক্স স্টাইল ব্যাগ বেছে নিন। শাড়ি বা লেহেঙ্গার সাথে এটি মানাবে। আলোতে এটি আরও বেশি ঝলমলে দেখাবে।
হাতে ধরতে না চাইলে গোল্ডেন সিকুইন স্লিং ব্যাগ নিন। শাড়ি বা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের সাথে এটি মানাবে।
এই স্টাইলে শাড়ি পরলে ঢেকে যাবে পেটের ভুঁড়ি! পান ডিভা লুক
গরমে আরামদায়ক হাজার টাকায় স্টাইলিশ কুর্তা সেট
কেমন ব্লাউজ বানাবেন বুঝতে পারছেন না? রইল ট্রেন্ডি ব্লাউজের ডিজাইন
৮০০ টাকায় ৭টি সুতি শাড়ি, গরমে থাকুন আরামে