Bangla

নজরকাড়া ৭টি ফ্যান্সি ফুটওয়্যারে পা মাতাও

আকর্ষণীয় ফুটওয়্যার
Bangla

ফ্যান্সি ফুটওয়্যার

আজকাল ফ্যান্সি ফুটওয়্যারের চাহিদা সবচেয়ে বেশি। শুধু বিয়ে-পার্টি নয়, এখন রোজকার পোশাকেও এগুলো পরা হচ্ছে। বাজারে এগুলো সুলভ মূল্যে পাওয়া যায়।

Image credits: pinterest
Bangla

১. জরি কাজের ফুটওয়্যার

জরি কাজ করা ফুটওয়্যার এখন বেশ চলছে। সোনালী কয়েন, রেশমের ফিতা আর জরির কাজ পায়ে অনন্য সৌন্দর্য এনে দেয়।

Image credits: pinterest
Bangla

২. রঙিন ফুটওয়্যার

রঙিন ফুটওয়্যার যেকোনো স্যুট-শাড়ি বা জিন্সের সাথে মানানসই। এতে সবুজ ও হলুদ রঙের স্ট্র্যাপের সাথে ম্যাজেন্টা রঙের রেশমি সুতোর কাজ রয়েছে।

Image credits: pinterest
Bangla

৩. ছোট মুক্তার ফুটওয়্যার

ছোট মুক্তার ঝালরওয়ালা চপ্পল এখন বেশ ট্রেন্ডি। স্ট্র্যাপে ফিরোজা, কালো রঙের মুক্তার ডিজাইন এবং ম্যাজেন্টা রঙের ছোট মুক্তার ঝালর রয়েছে।

Image credits: pinterest
Bangla

৪. সোনালী কয়েনের ফুটওয়্যার

সোনালী কয়েন লাগানো ফুটওয়্যার পরলে পায়ের রূপই বদলে যায়। কয়েনের সাথে হালকা ও গাঢ় মেরুন সুতোর কাজ করা। স্যুট-শাড়ির সাথে পরা যায়।

Image credits: pinterest
Bangla

৫. শামুক-মুক্তার ফুটওয়্যার

শামুক ও মুক্তা লাগানো ফুটওয়্যারও বাজারে পাওয়া যায়। কলেজ পড়ুয়া মেয়েরা এই ধরণের ফুটওয়্যার বেশি পছন্দ করে। ছোট-বড় মুক্তা দিয়ে ফুল বানানো ও শামুক দিয়ে সাজানো।

Image credits: pinterest
Bangla

৬. রঙিন পাথরের ফুটওয়্যার

রঙিন পাথর লাগানো চপ্পল পা কে সুন্দর করে তোলে। স্ট্র্যাপে লাল-ময়ূরী রঙের পাথর ব্যবহার করা হয়েছে। পাথরগুলো গোল ও চৌকো ডিজাইনের।

Image credits: pinterest
Bangla

৭. বড় মুক্তার ফুটওয়্যার

বড় মুক্তা লাগানো ফুটওয়্যার মেয়েরা খুব পছন্দ করে। এতে রঙিন রেশম সুতোর ঝালর ও স্ট্র্যাপে সুতোর কাজ করা।

Image credits: pinterest

ফরমাল স্টাইলিশ আরামদায়ক রইল ৯ স্লিভলেজ ব্লাউজের ডিজাইন

সহকর্মীরা নজর ফেরাতে পারবেন না! অফিসে পুরুষদের স্মার্ট লুকের টিপস

হাই হিল থেকে পাঞ্জাবী জুত্তি- পালাজোর সাথে ৭টি ট্রেন্ডি জুতো বেশ মানাবে

আবহাওয়ার বদলের সময়ে ক্রমশ বাড়ছে চুল পড়ার সমস্যা? রইল ঘরোয়া টোটকা