বর্ষাকালে নিম অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ উপাদান। বর্ষাকালে চুল থেকে ত্বকের যত্নের জন্য এটি গুরুত্বপূর্ণ। চুল আর ত্বকের জন্য় এটি এই ঋতুতে দুর্দান্ত কাজ করে
Fashion beauty Aug 10 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
ত্বকের যত্নের জন্য নিমের ব্যবহার
আয়ুর্বেদিক উপাদান তৈরির জন্য মুলতানি মাটির সমান অংশ, হলুদের গুড়োর সঙ্গে নিমপাতা গুড়ো মিশিয়ে নিন। ফরেস্ট এসেনশিয়াল ফেসিয়াল টোনার পিওর রোজ ওয়াটার বা অ্যালোভেরার জুস যোগ করুন
Image credits: Getty
Bangla
ত্বকের যত্নের জন্য নিমের ব্যবহার
পরিস্কারের জন্য আমরা ফরেস্ট এসেনশিয়াল উবতান মুলতানি মাটি এবং সূক্ষ্ম মুখ পরিষ্কারকারী কাশ্মীরি জাফরান এবং নিম সুপারিশ করি। এগুলি ত্বককে সতেজ বোধ করে এবং ব্রেকআউটগুলিকে দূরে রাখে।
Image credits: Getty
Bangla
চুলের যত্নে নিমের ব্যবহার
একটি ক্রিমি সামঞ্জস্য তৈরি করতে নিমপাতার গুঁড়োর সাথে দই মেশান। মাথার ত্বকে পেস্টটি প্রয়োগ করুন। নিম চুলের ফলিকলকে শক্তিশালী করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে, উজ্জ্বল ও মসৃণ করে
Image credits: Getty
Bangla
স্নানের সময় নিমের ব্যবহার
ত্বকের যত্নের জন্য নিম পাতা থেকে নিম ছাল দিয়ে তৈরি পাউডার ব্যবহার করতে পারেন। নিয়মিত নিম পাতার জলে স্নান করলে ত্বকে সমস্যা অনেকটাই কমে যায়।
Image credits: Getty
Bangla
স্নানের সময় নিমের ব্যবহার
নিমপাতা ভাল করে ফুটিয়ে নিয়ে সেই জল ঠান্ডা করে স্নানের পর গায়ে ঢেলে দিলে রীতিমত উপকার পাবেন। বর্ষাকালে নানা ধরনের ইনফেকশন হয়। তাই নিমের পাতার জল উপকারি।
Image credits: Getty
Bangla
স্নানের সময় নিমের ব্যবহার
এটি আপনি মুখেও মাখতে পারেন। কোনও সমস্যা হবে না। নিম পাতানিয়ে অনেক রকম পেস্ট তৈরি করা যায়। তাও ব্যবহার করতে পারেন মুখের জন্য। নিমপাতা আর চাল বেটে মুখে লাগালে সমস্যা সমাধান হয়।