Bangla

রাখি উপলক্ষে বোন-কে উপহার দিন নুসরত জাহানের মত সালোয়ার শ্যুট

Bangla

ফ্লোরাল প্রিন্ট স্যুট

আপনি সহজেই অনেক রঙের বিকল্পের মধ্যে এই রঙ-এর ফ্লোরাল প্রিন্ট স্যুট বোনকে উপহার দিতে পারেন। আফনার বোন যতই নাক উঁচু হোক এই স্যুটটি পছন্দ হবেই।

Image credits: instagram
Bangla

প্লাজো সেট

প্লাজো সেটের ট্রেড অনেক বেশি। প্লাজো খুব বেশি দামীও নয় এবং অনলাইনে সহজেই পাওয়া যায়।

Image credits: instagram
Bangla

প্রিন্টেড সালোয়ার স্যুট

প্রিন্টেড সালোয়ার স্যুট মেয়েদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। গরমে এর থেকে সেরা পোশাক আর কিছু হতে পারে না।

Image credits: instagram
Bangla

পাটিয়ালা স্যুট

এই ধরনের পাটিয়ালা স্যুট খুব ট্রেন্ডিং-এ রয়েছে। সাদা কুর্তির সঙ্গে যে কোনও রঙের পাটিয়ালার স্টাইলই আলাদা।

Image credits: instagram
Bangla

নুডল স্ট্রাপ সালোয়ার স্যুট

এই সালোয়ার স্যুটটি কেবল স্টাইলিশই নয় এর সঙ্গে আধুনিক ডিজাইনও রয়েছে।

Image credits: instagram
Bangla

সাদা স্যুট

প্রতিটি মেয়ের ওয়্যারড্রবে একটা ফুল হোয়াইট শ্যুট থাকবেই। এই রঙটার প্রতি একটা আলাদা টান থাকে সকলের। তাই একটা সাদা শ্যুটও হয়ে উঠতে পারে আপনার বোনের খুব পছন্দের একটা গিফট।

Image credits: instagram
Bangla

ভারী ডিজাইনার স্যুট

হালকা অফ হোয়াইট রঙ এর এই ধরণের স্যুট রাখি উৎসব উপলক্ষে বোনকে উপহার হিসেবে দিতে পারেন।

Image credits: instagram
Bangla

আনারকলি স্যুট

অনেকেই আছেন যারা আনারকলি স্যুট পরতে খুব পছন্দ করেন। আর আপনার বোনও যদি এই তালিকায় থাকেন তবে রাখি উৎসবে এর থেকে সেরা উপহার আর কি হতে পারে।

Image credits: instagram
Bangla

স্ট্রেইট কুর্তি সালোয়ার সেট

এই সালোয়ার ও কুর্তির সেটটি আফনার বোনকে খুব স্টাইলিশ দেখাবে। একেবারে ট্রেডিশন্যাল অথচ স্টাইল স্টেটমেন্ট ও বজায় থাকবে।

Image credits: instagram

চুল ভালো রাখতে ভরসা রাখুন অ্যালোভেরা অয়েলের ওপর

বর্ষায় স্ক্যাল্পে হতে পারে ছত্রাকের সংক্রমণ, এভাবে নিন চুলের যত্ন

কোঁকড়ানো চুল, ভরা বর্ষায় কীভাবে যত্ন নেবেন! জেনে রাখুন এই ১০ উপদেশ

রইল এসেন্সিয়াল অয়েলের ১০টি গুণের খোঁজ, দেখে নিন এক ঝলকে