Bangla

ঠোঁটের সমস্যা ও যত্ন

ঠোঁট ফাটা একটা সাধারণ সমস্যা হতে পারে, তবে সেগুলি অবশ্যই বেশ মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়ায়, এমন অবস্থায় শুধু বাইরে থেকে ক্রিম লাগিয়ে ফাটা ঠোঁটের সমস্যা নিরাময় হয় না।

Bangla

ঠোঁটের সমস্যা ও যত্ন

মস্যা সমাধানে বরফ খুবই কার্যকরী সমাধান হিসেবে দেখা দিতে পারে। চলুন জেনে নিই ঠোঁটে বরফের টুকরো লাগানোর উপকারিতা ও পদ্ধতি সম্পর্কে।

Image credits: Getty
Bangla

ঠোঁট নরম ও গোলাপি করে

ঠোঁটে বরফ লাগালে ঠোঁটের রক্ত সঞ্চালন ভালো হয়। এছাড়াও, ঠোঁট থেকে মৃত ত্বকের কোষগুলি সরানো যায়। যার কারণে ঠোঁটের গোলাপি ভাব বাড়তে থাকে এবং ধীরে ধীরে ঠোঁটও নরম হতে থাকে

Image credits: Getty
Bangla

ঠোঁটের কালচে ভাব দূর করে

ঠোঁটের কালো দাগ বেড়ে যায় তাহলে তা দূর করতে আইস কিউবের সাহায্যও নিতে পারেন। ঠোঁটে বরফ লাগালে ঠোঁটের কোমলতা বৃদ্ধি পায়, পিগমেন্টেশন দূর করতেও বরফ অনেক সাহায্য করে।

Image credits: Getty
Bangla

রোদ থেকে রক্ষা করে

বরফ রোদ থেকে ঠোঁটের ত্বককে রক্ষা করতেও সহায়ক। ঠোঁটে বরফ লাগালে রোদের কারণে ঠোঁটে জ্বালাপোড়া, চুলকানি ও র‍্যাশের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

Image credits: Getty
Bangla

ঠোঁট হাইড্রেটেড রাখে

ঠোঁটে বরফ লাগালে ঠোঁট হাইড্রেটেড থাকে এবং আর্দ্রতা বজায় থাকে। যার কারণে ঠোঁটের শুষ্কতা চলে যায় এবং ঠোঁট ফাটে না। শুধু তাই নয়, ঠোঁটের ফোলাভাব কমাতেও বরফ অনেক সাহায্য করে

Image credits: Getty
Bangla

ঠোঁটের ফোলা কমায়

ফাটা ঠোঁটের কারণে মাঝে মাঝে ঠোঁট ফুলে যায়। এক্ষেত্রে ঠোঁটে বরফ লাগালে ঠোঁটের ফোলাভাব কমে যায়। এর পাশাপাশি বরফ ফোলা ভাব দূর করতেও সহায়ক

Image credits: Getty
Bangla

যেভাবে বরফ লাগাবেন

বরফ লাগাতে প্রথমে একটি সুতির কাপড়ে এক বা দুটি বরফের টুকরো মুড়ে নিন। তারপর ধীরে ধীরে ঠোঁটে ম্যাসাজ করুন এবং তিন থেকে পাঁচ মিনিট পর শুকনো ন্যাপকিন দিয়ে ঠোঁট মুছুন

Image credits: Getty

Reptile Jewelry: দীপিকা থেকে করিনা, বলিউড ফ্যাশনে হিট রেপটাইল জুয়েলারি

এমন ১০ টিপস যা আপনাকে স্কিনকেয়ার প্রোডাক্টের ক্ষতি থেকে রক্ষা করবে

আটার ডো-র গুণে পেতে পারেন উজ্জ্বল ত্বক

মেকআপ ব্রাশ ত্বকের জন্য অত্যন্ত বিপজ্জনক কেন