Bangla

ত্বকের যত্নে বাসি আটার ডো-র ব্যবহার

বাসি আটার ডো থেকে একটি মাঝারি মাপের লেচি কেটে তার সঙ্গে মেশান দুই চামচ দই ও এক চামচ মধু। ভালো করে ফেটিয়ে নিন। ছোট ছোট বল তৈরি করে মুখে ঘষতে থাকুন। জল দিয়ে মুখ ধুয়ে নিন ত্বক হবে নরম

Bangla

ত্বকের যত্নে বাসি আটার ডো-র ব্যবহার

মুখের ফোলা ভাব দূর করতে ব্যবহার করতে পারেন বাসি আটার ডো। পাতলা কাপড়ে মুড়ে রেখে দিন আটার ডো। ছোট ছোট বল তৈরি করে নিন। এবার এই বল মুখে কম্প্রেস করুন, ত্বকের যত্নে বেশ উপকারী এটি।

Image credits: Getty
Bangla

ত্বকের যত্নে বাসি আটার ডো-র ব্যবহার

রোমকূপে জমে থাকা ময়লার কারণ ত্বক দেখায় নিষ্প্রাণ। ফ্রিজে রাখা আটার ডো বাইরে বের করে ঠান্ডা কাটিয়ে নিন। এবার তার থেকে ছোট ছোট বল তৈরি করে নিন। মুখে ঘষুন। মিলবে উপকার।

Image credits: Getty
Bangla

ত্বকের যত্নে বাসি আটার ডো-র ব্যবহার

মুখের তেলা ভাব দূর করতেও একই ভাবে ব্যবহার করতে পারেন আটা। ছোট ছোট বল তৈরি করে মুখে ঘষুন। এতে দ্রুত দূর হবে ত্বকের তৈলাক্ত ভাব

Image credits: Getty
Bangla

ত্বকের যত্নে বাসি আটার ডো-র ব্যবহার

ত্বকের যত্নের জন্য সম পরিমাণ আটা ও দই নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। যাদের ত্বক রুক্ষ্ম তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

Image credits: Getty
Bangla

ত্বকের যত্নে বাসি আটার ডো-র ব্যবহার

আটা ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন ফেসপ্যাক। একটি পাত্রে ১ চা চামচ আটা নিন তার মধ্যে মেশান ১ চা চামচ মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে, নরম হবে।

Image credits: Getty
Bangla

ত্বকের যত্নে বাসি আটার ডো-র ব্যবহার

ডার্ক সার্কেল দূর হবে আটার গুণে। একটি পাত্রে আটা নিয়ে তাতে পরিমাণ মতো অলিভ অয়েল মেশান। গাঢ় মিশ্রণ তৈরি করুন। এবার তা চোখের তলায় লাগান।

Image credits: Getty
Bangla

ত্বকের যত্নে বাসি আটার ডো-র ব্যবহার

ট্যান দূর করতে ব্যবহার করতে পারেন আটা। আটার সঙ্গে দুধ মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি শরীরের উন্মুক্ত অংশে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

Image credits: Getty
Bangla

ত্বকের যত্নে বাসি আটার ডো-র ব্যবহার

ত্বক টানটান করতে আটার প্যাক ব্যবহার করতে পারেন। এটি পাত্রে পরিমাণ মতো আটা নিয়ে তার সঙ্গে মেশান শসার রস। মেশান পরিমাণ মতো লেবুর রস। প্যাক তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। 

Image Credits: Getty