মেক-আপের সঙ্গে লিপস্টিক না পরলে পুরো সাজটাই থেকে যায় অসম্পূর্ণ।
কিন্তু, শুধুই কি মেক-আপের সম্পূর্ণতা? নারীর ঠোঁটের চমকদার লিপস্টিকটি ঠোঁট এবং মনের স্বাস্থ্য ভালো রাখার জন্যেও বিশেষ জরুরি।
সূর্যের ইউভি রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করার জন্য অনেক লিপস্টিকেই সান প্রোটেক্টর উপাদান থাকে। ফলে এধরনের লিপস্টিক লাগিয়ে রোদে বেরলে আপনার ঠোঁট সুরক্ষিতই থাকে।
অ্যালভেরা বা ভিটামিন ই সমৃদ্ধ লিপস্টিকগুলি ঠোঁটের ত্বককে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। এর দ্বারা ঠোঁটের প্রাকৃতিক লাল রং সুরক্ষিত থাকে।
আপনার ঠোঁটটি যদি পাতলা হয় বা ঠোঁট নিয়ে আপনি যদি খুঁতখুঁতে হয়ে থাকে, তাহলে মনে রাখবে, ঠোঁটকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে লিপস্টিক।
যে পোশাক পরেছেন, যে পার্টিতে গেছেন বা যাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সামনে নিজের ঠোঁটের রং সঠিক থাকলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়।
কোন নারী কেমন ধরনের রং বেছে নিচ্ছেন নিজের ঠোঁট রাঙিয়ে তোলার জন্য, তা দেখেই তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য অথবা মন-মেজাজ সম্পর্কে আন্দাজ করা যায়।
অন্যান্য মেক-আপের সঙ্গে মুখের সাজের সামঞ্জস্যতা বজায় রাখে সঠিক শেড-এর লিপস্টিক। ঠোঁট অতিরিক্ত হাইলাইট করতে চাইলে একেবারে বেমানান রঙের লিপস্টিকও দারুণ কাজ দেবে।
লিপস্টিক মুখের ত্বকের লাবণ্য বাড়িয়ে তোলে। ত্বক নিয়ে আপনি যদি সন্তুষ্ট না-ও হয়ে থাকেন, একটা লিপস্টিকেই করতে পারবেন বাজিমাত!
তাই, এবছর দুর্গাপুজোর সাজে লিপস্টিকের বাড়তি উপকারগুলোও মাথায় রাখুন। ঠোঁট থাকবে হাসিখুশি, মন থাকবে সাহসী।