মেক-আপের সঙ্গে লিপস্টিক না পরলে পুরো সাজটাই থেকে যায় অসম্পূর্ণ।
Fashion beauty Oct 10 2023
Author: Sahely Sen Image Credits:pexels
Bangla
ঠোঁট ভালো রাখার জন্যেও বিশেষ জরুরি
কিন্তু, শুধুই কি মেক-আপের সম্পূর্ণতা? নারীর ঠোঁটের চমকদার লিপস্টিকটি ঠোঁট এবং মনের স্বাস্থ্য ভালো রাখার জন্যেও বিশেষ জরুরি।
Image credits: pexels
Bangla
সান প্রোটেক্টর লিপস্টিক
সূর্যের ইউভি রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করার জন্য অনেক লিপস্টিকেই সান প্রোটেক্টর উপাদান থাকে। ফলে এধরনের লিপস্টিক লাগিয়ে রোদে বেরলে আপনার ঠোঁট সুরক্ষিতই থাকে।
Image credits: Instagram
Bangla
অ্যালভেরা বা ভিটামিন ই সমৃদ্ধ
অ্যালভেরা বা ভিটামিন ই সমৃদ্ধ লিপস্টিকগুলি ঠোঁটের ত্বককে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। এর দ্বারা ঠোঁটের প্রাকৃতিক লাল রং সুরক্ষিত থাকে।
Image credits: instagram
Bangla
ঠোঁটের আকৃতি
আপনার ঠোঁটটি যদি পাতলা হয় বা ঠোঁট নিয়ে আপনি যদি খুঁতখুঁতে হয়ে থাকে, তাহলে মনে রাখবে, ঠোঁটকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে লিপস্টিক।
Image credits: pexels
Bangla
মানানসই লিপস্টিক সবসময় আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে
যে পোশাক পরেছেন, যে পার্টিতে গেছেন বা যাদের সঙ্গে কথা বলেছেন, তাদের সামনে নিজের ঠোঁটের রং সঠিক থাকলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়।
Image credits: Hina Khan Lip Shades
Bangla
চারিত্রিক বৈশিষ্ট্য
কোন নারী কেমন ধরনের রং বেছে নিচ্ছেন নিজের ঠোঁট রাঙিয়ে তোলার জন্য, তা দেখেই তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য অথবা মন-মেজাজ সম্পর্কে আন্দাজ করা যায়।
Image credits: sonam kapoor instagram
Bangla
লিপস্টিকের রং-বেরং
অন্যান্য মেক-আপের সঙ্গে মুখের সাজের সামঞ্জস্যতা বজায় রাখে সঠিক শেড-এর লিপস্টিক। ঠোঁট অতিরিক্ত হাইলাইট করতে চাইলে একেবারে বেমানান রঙের লিপস্টিকও দারুণ কাজ দেবে।
Image credits: pexels
Bangla
লিপস্টিকেই ত্বকের বাজিমাত!
লিপস্টিক মুখের ত্বকের লাবণ্য বাড়িয়ে তোলে। ত্বক নিয়ে আপনি যদি সন্তুষ্ট না-ও হয়ে থাকেন, একটা লিপস্টিকেই করতে পারবেন বাজিমাত!