পুজো আসছে। এখন যদি এই ৫টি কাজ করেন তাহলে পুজোর সময় ঐশ্বর্য রাইয়ের মত মসৃণ ত্বক পাবেন। wrinkle free ত্বক যা আপনার বয়স একঝটকায় কমিয়ে দেবে অনেকটা।
Fashion beauty Oct 06 2023
Author: Saborni Mitra Image Credits:Our own
Bangla
ময়েশ্চারাইজার জরুরি
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের মধ্যে দুই থেকে তিনবার মুখ ধুয়ে ফেলুন। প্রয়োজনে ঠান্ডা জলেও মুখ ধুতে পারেন। তাতে ত্বক পরিষ্কার হবে।
Image credits: social media
Bangla
নাইট ক্রিম
রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই একটি ক্রিম মাখুন। যেটি আপনার ত্বকের জন্য উপকারী সেই ক্রিমই ব্যবহার করুন। তবে মুখ ধুয়ে ক্রিম মাখুন।
Image credits: social media
Bangla
সানস্ক্রিন
বাইরে বার হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। বাইরে থেকে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। তাতে ত্বকে বয়সের ছাপ বা বয়সের ভাঁজ পড়ে না।
Image credits: social media
Bangla
ব্যায়ম
নিয়মিত ব্যায়াম করলে কিন্তু ত্বকে বয়সের ছাপ পড়ে না। শরীরের মত ত্বকও স্বাস্থ্যকর ও তরুণ থাকে।