মায়ের শাড়ি দিয়ে বানান লেহেঙ্গা।
আপনার মায়ের কাছে যদি সুতির হ্যান্ড ব্লক প্রিন্টের শাড়ি থাকে, তাহলে সেটা দিয়ে বানিয়ে ফেলুন এইরকম ঘের দেওয়া লেহেঙ্গা। এর ব্লাউজ দিয়ে লম্বা কোট বানিয়ে প্রিন্টেড ওরনা নিন।
মায়ের পুরনো বাটিক প্রিন্টের শাড়ি নিশ্চয়ই আছে? সবুজ আর সাদা প্রিন্টে এই ধরনের লেহেঙ্গা বানিয়ে নিতে পারেন। এর সাথে সাদা আর সবুজ শেডের ওরনা পরুন।
পুরনো বগরু প্রিন্টের শাড়ি দিয়ে আপনি এই ধরনের মাল্টি লেয়ারের ঘের দেওয়া লেহেঙ্গাও বানাতে পারেন। এর সাথে সুতির কাপড়ের এলবো স্লিভস ব্লাউজ পরুন আর নেট বা শিফনের হালকা ওজনের ওরনা নিন।
এমন ঘের দেওয়া লেহেঙ্গাও বানাতে পারেন। এর সাথে কালো রঙের ব্লক প্রিন্টের এলবো স্লিভস লম্বা ব্লাউজ বানান আর সুতির প্রিন্টেড ওরনা পরুন।
নীল আর সাদা প্রিন্টের শাড়ি দিয়ে আপনি এইরকম প্লিটেড লেহেঙ্গা বানাতে পারেন। এর সাথে মডার্ন লুকের জন্য পেপলাম স্টাইলের ফ্রন্ট বাটন ব্লাউজ বানান।
বাটিক প্রিন্টে ভার্টিকাল স্ট্রাইপস আপনাকে খুব ক্লাসি লুক দিতে পারে। আপনার মায়ের কাছে যদি এই ধরনের নীল আর সাদা স্ট্রাইপসের শাড়ি থাকে, এমন বানাতে পারেন।
হলুদ রঙের মধ্যে সাদা রঙের বড় বড় রাউন্ড প্রিন্টের লেহেঙ্গাও পরতে পারেন। তার সাথে সাদা আর হলুদ রঙের স্প্ল্যাশ প্রিন্টের ওরনা পরুন।
সোনার বালার ডিজাইনে চমকে দিন সবাইকে! কিনুন মিনাকারি গোল্ড বালা
জমকালো ব্রাইডাল জুতো! এখনকার ট্রেন্ডে ৭টি স্পেশাল ডিজাইন
মায়ের পুরনো শাড়িকে এভাবেই কাজে লাগান, তৈরি হবে নতুন স্যুট
৬টি ট্রেন্ডি নেকলাইন ব্লাউজ, পরলেই সকলের নজর কাড়তে পারবেন