Bangla

টাইট বেল্ট পরলে এই সমস্যাগুলি অবশ্যই হবেই

টাইট বেল্ট পরার ফলে নানাবিধ স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। একনজরে দেখুন কী কী সমস্যা হতে পারে

Bangla

পাচনতন্ত্রের সমস্যা

টাইট বেল্ট পরলে পাচনতন্ত্র ব্যাহত হতে পারে। এর ফলে পাচন সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি।

Image credits: Getty
Bangla

শ্বাসকষ্ট

বেল্ট টাইট করে পরলে শ্বাস নিতে সমস্যা হতে পারে। কারণ টাইট বেল্ট পরলে তা ফুসফুসে চাপ সৃষ্টি করে।

Image credits: Getty
Bangla

রক্ত সঞ্চালনে ব্যাঘাত

টাইট বেল্ট পরলে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে। এর ফলে অন্যান্য অঙ্গে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না।

Image credits: pixabay
Bangla

মাংসপেশিতে ব্যথা

টাইট বেল্ট পরলে পেটের মাংসপেশিতে চাপ সৃষ্টি করে। এর ফলে পেটে ব্যথা এবং কোমরে ব্যথা হতে পারে।

Image credits: Social media
Bangla

অন্ত্রে চাপ

টাইট বেল্ট পরলে পেট এবং অন্ত্রে চাপ সৃষ্টি করে।

Image credits: Getty
Bangla

পিঠে ব্যথা

টাইট বেল্ট পরলে তীব্র পিঠে ব্যথা হতে পারে। কারণ টাইট বেল্ট পিঠে চাপ সৃষ্টি করে।

Image credits: others

Makeup Tips: মুখের গড়ন লম্বা? কেমন মেকআপ করবেন বুঝতে পারছেন না? রইল টিপস

সবুজ চুড়ির ডিজাইন এই ৫ আকর্ষণীয় ডিজাইন

বয়সের ছাপ পড়বে না, খুব সহজ টিপসে ত্বককে রাখুন তরুণের মত, জেনে নিন

Saree Style Tips: বিশেষ দিনে সেজে উঠুন দিশা পাটানি স্টাইলে, ভিন্ন স্টাইলে পরুন শাড়ি, রইল টিপস