পয়লা বৈশাখে বা অফিসে কটন শাড়ির সঙ্গে এই ট্রেন্ডি হেয়ারস্টাইল
Fashion beauty Apr 13 2025
Author: Saborni Mitra Image Credits:Pinterest
Bangla
সেন্টার পার্টেড স্ট্রেট হেয়ারস্টাইল
সেন্টার পার্টেড স্ট্রেট হেয়ারস্টাইল আপনাকে কটন শাড়িতে ফর্মাল আর এলিগেন্ট লুক দেবে। মিডিয়াম হেয়ার লেন্থে লুকটা বেশ স্টাইলিশ লাগবে।
Image credits: Pinterest
Bangla
ফ্রন্ট ওপেন পনিটেল
কটন শাড়ি পরার পর চুল বাঁধার সময় নেই? তাহলে এভাবে চুলে পনিটেল হেয়ারস্টাইল করতে পারেন। এটা আপনার সাথে মানাবেও আর বানানোও সহজ।
Image credits: Pinterest
Bangla
ফ্রন্ট ব্রেড উইথ পনিটেল
ফ্রন্ট ব্রেডের সাথে এই পনিটেল হেয়ারস্টাইলটা সিম্পল হওয়ার সাথে সাথে ক্লাসি আর স্টাইলিশও লাগে। বানানো সহজ আর দেখতেও সুন্দর, এই হেয়ারস্টাইল আপনি নিজেই করতে পারেন।
Image credits: Pinterest
Bangla
লুজ ব্রেড উইথ সেন্টার পার্ট
চুল যদি লম্বা আর ঘন হয়, তাহলে কটন শাড়ি পরে আপনি এই ধরনের সুন্দর হেয়ার লুক তৈরি করতে পারেন।
Image credits: Pinterest
Bangla
গাজরা বান
অফিসে পুজো অথবা মোগরা ফুলের একটা ফিল নিতে চান? তাহলে এভাবে মোগরা গাজরা লাগিয়ে কটন শাড়ির সাথে আপনার সুন্দর চুলের সৌন্দর্য ফুটিয়ে তুলুন।
Image credits: Pinterest
Bangla
লো বান হেয়ারস্টাইল
হেয়ারস্টাইলে বেশি খাটতে ইচ্ছে করছে না? কোনো ব্যাপার না, আপনি এই ধরনের সিম্পল লো বান হেয়ারস্টাইলও ট্রাই করতে পারেন, কটন শাড়ির সাথে এটা দারুণ মানায়।