Bangla

পয়লা বৈশাখে বা অফিসে কটন শাড়ির সঙ্গে এই ট্রেন্ডি হেয়ারস্টাইল

Bangla

সেন্টার পার্টেড স্ট্রেট হেয়ারস্টাইল

সেন্টার পার্টেড স্ট্রেট হেয়ারস্টাইল আপনাকে কটন শাড়িতে ফর্মাল আর এলিগেন্ট লুক দেবে। মিডিয়াম হেয়ার লেন্থে লুকটা বেশ স্টাইলিশ লাগবে।

Image credits: Pinterest
Bangla

ফ্রন্ট ওপেন পনিটেল

কটন শাড়ি পরার পর চুল বাঁধার সময় নেই? তাহলে এভাবে চুলে পনিটেল হেয়ারস্টাইল করতে পারেন। এটা আপনার সাথে মানাবেও আর বানানোও সহজ।

Image credits: Pinterest
Bangla

ফ্রন্ট ব্রেড উইথ পনিটেল

ফ্রন্ট ব্রেডের সাথে এই পনিটেল হেয়ারস্টাইলটা সিম্পল হওয়ার সাথে সাথে ক্লাসি আর স্টাইলিশও লাগে। বানানো সহজ আর দেখতেও সুন্দর, এই হেয়ারস্টাইল আপনি নিজেই করতে পারেন।

Image credits: Pinterest
Bangla

লুজ ব্রেড উইথ সেন্টার পার্ট

চুল যদি লম্বা আর ঘন হয়, তাহলে কটন শাড়ি পরে আপনি এই ধরনের সুন্দর হেয়ার লুক তৈরি করতে পারেন।

Image credits: Pinterest
Bangla

গাজরা বান

অফিসে পুজো অথবা মোগরা ফুলের একটা ফিল নিতে চান? তাহলে এভাবে মোগরা গাজরা লাগিয়ে কটন শাড়ির সাথে আপনার সুন্দর চুলের সৌন্দর্য ফুটিয়ে তুলুন।

Image credits: Pinterest
Bangla

লো বান হেয়ারস্টাইল

হেয়ারস্টাইলে বেশি খাটতে ইচ্ছে করছে না? কোনো ব্যাপার না, আপনি এই ধরনের সিম্পল লো বান হেয়ারস্টাইলও ট্রাই করতে পারেন, কটন শাড়ির সাথে এটা দারুণ মানায়।

Image credits: Pinterest

অফিসের জন্য বেছে নিতে পারেন এমন ফ্লাওয়ার প্রিন্ট টপস, দেখে নিন

ছোট্ট সোনা মায়ের জন্য স্টাইলিশ চুলের সাজ! ৫টি দারুণ হেয়ারস্টাইল

পয়লা বৈশাখে পরতে পারেন এমন স্টাইলের চুড়িদার, রইল টিপস

চুলের সমস্যাকে বিদায় দিন! ঘন চুল পাওয়ার টিপস রইল এখানে