Bangla

টমেটোর ফেস প্যাক: উজ্জ্বল ত্বকের জন্য

ঘরে থাকা টমেটো দিয়েই মুখের উজ্জ্বলতা বাড়ানো সম্ভব। কীভাবে, চলুন জেনে নেওয়া যাক।

Bangla

টমেটো ব্যবহারের সহজ পদ্ধতি

কিছু টমেটো ভালো করে বেটে নিয়ে পিউরি করে নিন। এর সাথে এক চামচ ওটস এবং দই মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

Image credits: pinterest
Bangla

মুখ ও ঘাড়ের কালো দাগ দূর করতে

এই মিশ্রণটি মুখ এবং ঘাড়ের কালো দাগের উপর লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Image credits: Freepik
Bangla

টমেটো, চন্দন ও লেবুর ফেস মাস্ক

টমেটো বেটে রস বের করে নিন। এর সাথে কিছুটা লেবুর রস এবং তিন চামচ চন্দন মিশিয়ে নিন।

Image credits: pexels
Bangla

১৫ মিনিটেই উজ্জ্বল ত্বক

টমেটো ও চন্দনের পেস্ট মুখ এবং ঘাড়ে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Image credits: pexels
Bangla

টমেটো ও দুধের ফেস মাস্ক

টমেটো বেটে ৫০ মিলি দুধ মিশিয়ে মুখে লাগিয়ে ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

Image credits: pinterest
Bangla

টমেটো ও লেবুর রসের ফেস মাস্ক

টমেটোর রস ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Image credits: pexels

গরমে পরার ৫টি ফ্যান্সি কো-অর্ড সেট: স্টাইলিশ ও আরামদায়ক

৫-৬ গ্রামের স্টাইলিশ সোনার চেইন, দেখেই কেউ বলবে না ৫ গ্রাম!

Fashion: নতুন ট্রেন্ডি লুকের ব্লাউজ খুঁজছেন? রইল টিপস

৩০ এর পরে ঠিক এভাবেই ত্বকের যত্ন নিন, রইল টিপস