গায়ে হলুদ অনুষ্ঠানে যদি আপনি অফ শোল্ডার ব্লাউজ পরেন, তাহলে চুলে মেসি বান বানান। সামনের দিক থেকে চুল পেঁচিয়ে টায়রা আকৃতিতে সাদা জিপসি ফুল লাগান।
Image credits: Pinterest
Bangla
সাগর বিনুনি
গায়ে হলুদ অনুষ্ঠানে মার্জিত লুকের জন্য সামনে থেকে ফ্রেঞ্চ বিনুনি বানিয়ে নিচে সাগর বিনুনি বানান এবং সোনালী রঙের লেইস ও মুক্তা দিয়ে সাজান।
Image credits: Pinterest
Bangla
ফ্রেঞ্চ বান
গায়ে হলুদ অনুষ্ঠানে যদি চুলে বেশি এক্সপেরিমেন্ট না করতে চান, তাহলে এই ধরণের ফ্রেঞ্চ মেসি বান বানাতে পারেন। চুল সাজানোর জন্য পাশে কুন্দনের ফুল লাগান।
Image credits: Pinterest
Bangla
ফুলের হেয়ারস্টাইল
গায়ে হলুদ অনুষ্ঠানে সবাই আপনার দিকেই তাকিয়ে থাকবে যখন আপনি এইভাবে আধ-বিনুনি বানিয়ে ঝুলন্ত ফুল লাগাবেন এবং নিচের দিকে চুল কার্ল করবেন।
Image credits: Pinterest
Bangla
প্রজাপতি ডিজাইন
গায়ে হলুদ অনুষ্ঠানে উজ্জ্বল লুকের জন্য এইভাবে বো প্যাটার্ন হেয়ারস্টাইল বানিয়ে নিচে কার্ল করান এবং মাঝে মাঝে প্রজাপতি হেয়ার ক্লিপ লাগিয়ে আপনার লুক পূর্ণ করুন।
Image credits: Pinterest
Bangla
লম্বা চুলে বিনুনি
গায়ে হলুদ অনুষ্ঠানে চুল খোলা রেখে এগুলো নষ্ট করতে না চান, তাহলে বেলুন স্টাইলের বিনুনি বানান, মাঝে মাঝে রাবার ব্যান্ড লাগান এবং তার উপর আসল ফুল লাগান।
Image credits: Pinterest
Bangla
গোটা প্যাঁচি বিনুনি
গোটা প্যাঁচি বিনুনি এখন খুব চলছে। আপনার চুলে গোটা বিনুনি বানান। ক্রিস ক্রস প্যাটার্নে গোটা প্যাঁচি লেইস লাগান। নিচে ঝালর ঝুলিয়ে দিন।