Bangla

অ্যালোভেরা প্যাক

ত্বকের জন্য বেশ উপকারী অ্যালোভেরা প্যাক। অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য হলুদ বাটা মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগালে আসবে জেল্লা। 

Bangla

কমলালেবুর প্যাক

কয়েক মুহূর্তে জেল্লা পেতে কমলালেবুর প্যাক ব্যবহার করুন। কমলালেবুর খোসা নিন একটি পাত্রে। তাতে চন্দন গুঁড়ো ও দোলাপ জল মিশিয়ে প্যাক বানান। এই প্যকের গুণে ত্বকে আসবে জেল্লা। 

Image credits: Getty
Bangla

হলুদের প্যাক

একটি পাত্রে হলুদ বাটা নিন। তাতে দই মেশান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। 

Image credits: Instagram
Bangla

আলুর প্যাক

যাদের ত্বকে দাগ আছে তারা আলুর প্যাক ব্যবহার করুন। আলুর রস তুলোয় করে মুখে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে নিন। 

Image credits: freepik
Bangla

চন্দনের প্যাক

চন্দন বাটার সঙ্গে হলুদ বাটা মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। 

Image credits: Instagram
Bangla

মুলতানি মাটির প্যাক

মুলতানি মাটির প্যাক বানান। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।  

Image credits: freepik
Bangla

দুধ ও লেবুর প্যাক

ট্যান দূর করতে পাত্রে নিন দুধ। তাতে মেশান পাতিলেবুর রস। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। 

Image credits: Getty
Bangla

টমেটো ও শসার প্যাক

টমেটো ও শসার পেস্ট করে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার। 

Image credits: Getty
Bangla

ওটস ও মধু

ওটস ও মধু দিয়ে প্যাক বানান। ওটস মিহি করে বেটে নিন। তার সঙ্গে মেশান মধু। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। 

Image Credits: Getty