Fashion beauty

শীতকালে ত্বকের যত্ন

আধ চামচ ক্রিম এবং আধ চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার প্রথমে জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করুন। ত্বক তৈলাক্ত হলে ফেসওয়াশ ব্যবহার করুন।

Image credits: freepik

শীতকালে ত্বকের যত্ন

ক্রিম ও মধুর মিশ্রণটি মুখে ও ঘাড়ে ২০ মিনিট লাগিয়ে রাখতে পারেন। জল দিয়ে ত্বক ধুয়ে নিন, লোশন বা ক্রিম লাগান।ত্বক অনেকক্ষণ ময়েশ্চারাইজড থাকবে।

Image credits: Instagram

শীতকালে ত্বকের যত্ন

ত্বকে তেলতেলে ভাব থাকলে টি ট্রি অয়েল বা বেনজয়েল পারক্সাইড যুক্ত ক্রিম বা লোশন লাগান। আপনার ত্বক উজ্জ্বল হবে।

Image credits: Instagram

ক্রিম এবং হলুদ

ত্বকে ব্রণের সমস্যা থাকলে বা গায়ের রং ভালো করতে চাইলে ক্রিমের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করুন। আধ চামচ ক্রিমের মধ্যে দুই চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর ২০ মিনিট পরে পরিষ্কার করুন।

Image credits: pexels

ক্রিমি ফেস প্যাক

১ টেবিল চামচ ক্রিম, আধ চা চামচ বেসন বা চালের আটা, আধ চা চামচ মধু, ২ চিমটি হলুদ এবং গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই ফেসপ্যাকটি ২৫ মিনিট লাগিয়ে রেখে মুখ ধুয়ে ফেলুন।

Image credits: pexels

ক্রিমি ফেস প্যাক

এই ফেসপ্যাকটি সপ্তাহে ৪দিন আপনার মুখে লাগান। এটি ত্বককে হাইড্রেটেড রাখবে এবং শুষ্কতার কারণে কোষের ক্ষতি রোধ করবে।

Image credits: pexels

ঠোঁটে ক্রিম লাগান

ঠোঁট যদি বারবার শুষ্ক ও ফাটতে থাকে তাহলে সামান্য ক্রিম ও সামান্য মধু মিশিয়ে ঠোঁটে লাগান। ১০-১৫ মিনিট লাগানোর পর ধুয়ে ফেলুন এবং লিপবাম লাগান।

Image credits: pexels

শীতকালে ঠোঁটের যত্ন

রাতে ঘুমানোর আগে ঠোঁটে ক্রিম লাগিয়ে দুই থেকে তিন মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর ঠোঁটে আর কিছু না লাগিয়ে ঘুমাতে যান। সকালের মধ্যে আপনার ঠোঁট হয়ে উঠবে নরম ও পরিষ্কার।

Image credits: freepik