আধ চামচ ক্রিম এবং আধ চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার প্রথমে জল দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করুন। ত্বক তৈলাক্ত হলে ফেসওয়াশ ব্যবহার করুন।
ক্রিম ও মধুর মিশ্রণটি মুখে ও ঘাড়ে ২০ মিনিট লাগিয়ে রাখতে পারেন। জল দিয়ে ত্বক ধুয়ে নিন, লোশন বা ক্রিম লাগান।ত্বক অনেকক্ষণ ময়েশ্চারাইজড থাকবে।
ত্বকে তেলতেলে ভাব থাকলে টি ট্রি অয়েল বা বেনজয়েল পারক্সাইড যুক্ত ক্রিম বা লোশন লাগান। আপনার ত্বক উজ্জ্বল হবে।
ত্বকে ব্রণের সমস্যা থাকলে বা গায়ের রং ভালো করতে চাইলে ক্রিমের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করুন। আধ চামচ ক্রিমের মধ্যে দুই চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর ২০ মিনিট পরে পরিষ্কার করুন।
১ টেবিল চামচ ক্রিম, আধ চা চামচ বেসন বা চালের আটা, আধ চা চামচ মধু, ২ চিমটি হলুদ এবং গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই ফেসপ্যাকটি ২৫ মিনিট লাগিয়ে রেখে মুখ ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাকটি সপ্তাহে ৪দিন আপনার মুখে লাগান। এটি ত্বককে হাইড্রেটেড রাখবে এবং শুষ্কতার কারণে কোষের ক্ষতি রোধ করবে।
ঠোঁট যদি বারবার শুষ্ক ও ফাটতে থাকে তাহলে সামান্য ক্রিম ও সামান্য মধু মিশিয়ে ঠোঁটে লাগান। ১০-১৫ মিনিট লাগানোর পর ধুয়ে ফেলুন এবং লিপবাম লাগান।
রাতে ঘুমানোর আগে ঠোঁটে ক্রিম লাগিয়ে দুই থেকে তিন মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন। এরপর ঠোঁটে আর কিছু না লাগিয়ে ঘুমাতে যান। সকালের মধ্যে আপনার ঠোঁট হয়ে উঠবে নরম ও পরিষ্কার।