Bangla

ঠিক এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে ভ্যালেন্টাইনস উইক, উপহার ঠিক করেছেন?

সোশ্যাল মিডিয়ার যুগে ভ্যালেন্টাইনস ডে নিয়ে উৎসাহ কমার বদলে বেড়ে গিয়েছে। এবারের ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকাকে কী উপহার দেবেন ঠিক করেছেন?

Bangla

এবারের ভ্যালেন্টাইনস ডে-তে প্রিয়জনকে স্টোন ডিজাইন চেইন ব্রেসলেট দিন

ভ্যালেন্টাইনস ডে তে প্রেমিকাকে সোনার উপহার দিতে চাইলে চেইন ডিজাইনের ব্রেসলেট বানিয়ে দিন। মাঝখানে একটি এমারেল্ড স্টোন থাকলে ভালো লাগবে।

Image credits: Pinterest
Bangla

এবার অন্যরকম কিছু উপহার দিতে চাইলে ধনুক ডিজাইন ব্রেসলেট দিতে পারেন

ভ্যালেন্টাইনস ডে তে প্রেমিকার জন্য একটি ছোট ধনুক ডিজাইনের ব্রেসলেট ১.৫ গ্রামে বানিয়ে নিতে পারেন, যার চারপাশে পাতলা চেইন থাকবে।

Image credits: Pinterest
Bangla

এডি+ সোনার ব্রেসলেটও উপহার দিতে পারেন, আপনার প্রিয়জনের পছন্দ হবেই

পাতলা চেইনে আমেরিকান ডায়মন্ড স্টোন সহ একটি গোলাকার ব্রেসলেট প্রেমিকাকে ভ্যালেন্টাইনস ডে তে উপহার দিতে পারেন।

Image credits: Pinterest
Bangla

নামের প্রথম অক্ষর ব্রেসলেটে খোদাই করে প্রেমিকাকে উপহার দিতে পারেন

ভ্যালেন্টাইনস ডে তে হার্ট আকৃতির দড়িওয়ালা ব্রেসলেট উপহার দিতে পারেন, যাতে তাঁর বা আপনার নামের প্রথম অক্ষর যুক্ত করতে পারেন।

Image credits: Pinterest
Bangla

চাঁদ ডিজাইন ব্রেসলেটও আপনার প্রেমিকাকে উপহার দিতে পারেন, পছন্দ হবে

মিনিমালিস্ট ব্রেসলেটে ১.৫ থেকে ২ গ্রাম ওজনের এই চাঁদ ডিজাইনের ব্রেসলেটটি বানিয়ে নিতে পারেন, যার চারপাশে পাতলা চেইন থাকবে।

Image credits: Pinterest
Bangla

ভ্যালেন্টাইনস ডে-তে ইভিল আই ব্রেসলেটও প্রেমিকাকে উপহার দিতে পারেন

ইভিল আই ব্রেসলেট এখন খুব চলছে। প্রেমিকার জন্য একটি পাতলা ইভিল আই ব্রেসলেট ১.৫ থেকে ২ গ্রাম ওজনের কিনতে পারেন।

Image credits: Pinterest
Bangla

চার্মস ব্রেসলেট যে কোনও সময়ই উপহার দেওয়া যেতে পারে, এটাও বাছতে পারেন

প্রেমিকা যদি ছিমছাম জিনিস পছন্দ করেন, তাহলে চেইন ডিজাইনের ব্রেসলেটে বিভিন্ন রকমের স্টোন, তাল ও চাবি আকৃতির চার্মস যুক্ত করতে পারেন।

Image credits: Pinterest

৫০০ টাকার মধ্যে ৮টি স্টাইলিশ কানের দুল, মানাবে ওয়েস্টার্ন পোশাকে

সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন সারা তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

কম খরচে ঘর সাজাতে চান? জেনে নিন ৬ টি টিপস

স্লিম লুকের জন্য বেছে নিতে পারেন দীপিকার মতো ৫টি হেয়ারস্টাইল