সোশ্যাল মিডিয়ার যুগে ভ্যালেন্টাইনস ডে নিয়ে উৎসাহ কমার বদলে বেড়ে গিয়েছে। এবারের ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকাকে কী উপহার দেবেন ঠিক করেছেন?
ভ্যালেন্টাইনস ডে তে প্রেমিকাকে সোনার উপহার দিতে চাইলে চেইন ডিজাইনের ব্রেসলেট বানিয়ে দিন। মাঝখানে একটি এমারেল্ড স্টোন থাকলে ভালো লাগবে।
ভ্যালেন্টাইনস ডে তে প্রেমিকার জন্য একটি ছোট ধনুক ডিজাইনের ব্রেসলেট ১.৫ গ্রামে বানিয়ে নিতে পারেন, যার চারপাশে পাতলা চেইন থাকবে।
পাতলা চেইনে আমেরিকান ডায়মন্ড স্টোন সহ একটি গোলাকার ব্রেসলেট প্রেমিকাকে ভ্যালেন্টাইনস ডে তে উপহার দিতে পারেন।
ভ্যালেন্টাইনস ডে তে হার্ট আকৃতির দড়িওয়ালা ব্রেসলেট উপহার দিতে পারেন, যাতে তাঁর বা আপনার নামের প্রথম অক্ষর যুক্ত করতে পারেন।
মিনিমালিস্ট ব্রেসলেটে ১.৫ থেকে ২ গ্রাম ওজনের এই চাঁদ ডিজাইনের ব্রেসলেটটি বানিয়ে নিতে পারেন, যার চারপাশে পাতলা চেইন থাকবে।
ইভিল আই ব্রেসলেট এখন খুব চলছে। প্রেমিকার জন্য একটি পাতলা ইভিল আই ব্রেসলেট ১.৫ থেকে ২ গ্রাম ওজনের কিনতে পারেন।
প্রেমিকা যদি ছিমছাম জিনিস পছন্দ করেন, তাহলে চেইন ডিজাইনের ব্রেসলেটে বিভিন্ন রকমের স্টোন, তাল ও চাবি আকৃতির চার্মস যুক্ত করতে পারেন।