নিজের হট লুক তুলে ধরতে গেলে এমন লাল শাড়ি কিনে ফেলুন। শিল্পা শেট্টির মতো এমন শাড়ি পরতে পারেন। সঙ্গে ফুল স্লিভ নেটের ব্লাউজ ব্যাপক মানাবে।
যদি সদ্য বিবাহিত হন তাহলে কাজলের এই লুক ট্রাই করুন। পুজোর অষ্টমী বা নবমীর দিন বিকেলের জন্য এমন লুক বেশ মানানসই।
পুজোর দিন সকালে শাড়ি পরতে চাইলে কিংবা ষষ্ঠী বা সপ্তমীতে এমন সিফন শাড়ি বেছে নিন।
মালাইকা আরোরার মতো এমন সবুজ রঙের শাড়িতে সাজতে পারেন পুজোর দিন। কোনও দিন রেস্তোরাঁয় যাওয়ার পরিকল্পনা থাকলে এমন শাড়ি পরতে পারেন।
পুজোর দিন সকালে শাড়ি পরার পরিকল্পনা থাকলে সোনালী বিন্দ্রের মতো এমন হলুদ শাড়ি পরতে পারেন।
আলিয়া ভাটের রকি অউর রানি কি প্রেম কাহানি লুক ট্রাই করুন। এমন গোলাপী রঙের শাড়িতে সাজতে পারেন আলিয়ার মতো।
পুজোর দিন সকালে দিয়া মির্জার মতো লাল রঙের শাড়িতে একদিন সেজে ফেলুন।
পুজোর একদিন সাজতে পারেন পরিনীতি চোপড়ার মতো। এমন সাদা কালো সিফনের শাড়ি পরে ফেলুন। সঙ্গে কানে ঝোলা দুল বদলে দেবে আপনার লুক।
নিজের হট অবতার তুলে ধরতে খুশি কাপুরের মতো এমন গোলাপী শাড়ি ট্রাই করুন। পুজোর দিন বিকেলে এমন ভাবে সাজতে পারেন।
পুজোর দিন সকালে ট্রাই করতে পারেন এমন আথিয়া শেট্টির লুক। হালকা রঙের শাড়িতে নজর কাড়ুন সকলের।
পুজোর এক সপ্তাহ আগে বাড়িতে করা এই টিপসগুলো দেবে পার্লারের মত গ্লো
ঘন কালো চুল দেবে নারকেল তেল, জানুন কীভাবে ব্যবহার করবেন
Durga Puja: দুর্গাপুজোয় বাংলার বিখ্যাত ৭টি শাড়ি দেখে নিন
Durga Puja Fashion: শুধুই কি সাজগোজ? লিপস্টিকের রয়েছে আরও বাড়তি উপকার