পরতে পারেন আলিয়া ভাটের মতো এমন শিফন শাড়ি। মাল্টি কালার শিফন এখন ফ্যাশনে ইন। এতে দেখতেও রোগা লাগে। ট্রাই করুন এমন সাজ।
রোগা দেখাতে চাইলে গাঢ় রং বেছে নেওয়াই ভালো। এমন খয়েরি শিফল পরতে পারেন। সঙ্গে কনট্রাস্ট করুন এমন মাল্টি কালার ব্লাউজ।
নোরা ফতেহির মতো এমন এক রঙা সিল্ক পরতে পারেন। এতেও চেহারা রোগা লাগে। আর যাদের হাতে বেশি চর্বি আছে তারা এমন ফুল স্লিভ ব্লাউজ পরুন।
কোনও পার্টি বা কোনও অনুষ্ঠানে সকলের চোখে রোগা দেখাতে এমন মেরুন শাড়ি পরতে পারেন। গাঢ় রঙের শাড়িতে সব সময় দেখায় আকর্ষণীয় ও রোগা।
সাদা অনেরেই পছন্দের। কোনও অনুষ্ঠানে কারও নজর কাড়তে ও নিজের আকর্ষণীয় দেখাতে এমন সিকোয়েন্সের কাজ করা শাড়ি পরতে পারেন।
মাল্টি কালার সিল্ক বেছে নিতে পারেন। এর সঙ্গে ডিপ কাট ব্লাউজে একদিকে যেমন আকর্ষণীয় দেখাবে তেমনই চেহারা লাগবে রোগা।
শিল্পা শেট্টির মতো এমন হলুদ ফ্যান্সি শাড়িতে নজর কাড়তে পারেন সকলের। সঙ্গে স্টাইল করে বেল্ট দিয়ে শাড়ি পরুন। এতে রোগা দেখাবে।
বাড়তি মেদ নিয়ে যদি বেশিই চিন্তিত হন তাহলে এমন কালো রঙের সিল্ক বেছে নিন। এর সঙ্গে ডিপ কাট ব্লাউজ পরবেন। তা না হলে মোটা দেখাতে পারে।