Bangla

আলিয়া ভাট

পরতে পারেন আলিয়া ভাটের মতো এমন শিফন শাড়ি। মাল্টি কালার শিফন এখন ফ্যাশনে ইন। এতে দেখতেও রোগা লাগে। ট্রাই করুন এমন সাজ।  

Bangla

কাজল

রোগা দেখাতে চাইলে গাঢ় রং বেছে নেওয়াই ভালো। এমন খয়েরি শিফল পরতে পারেন। সঙ্গে কনট্রাস্ট করুন এমন মাল্টি কালার ব্লাউজ।

Image credits: instagram
Bangla

নোরা ফতেহি

নোরা ফতেহির মতো এমন এক রঙা সিল্ক পরতে পারেন। এতেও চেহারা রোগা লাগে। আর যাদের হাতে বেশি চর্বি আছে তারা এমন ফুল স্লিভ ব্লাউজ পরুন। 

Image credits: instagram
Bangla

কিয়ারা আডবানি

কোনও পার্টি বা কোনও অনুষ্ঠানে সকলের চোখে রোগা দেখাতে এমন মেরুন শাড়ি পরতে পারেন। গাঢ় রঙের শাড়িতে সব সময় দেখায় আকর্ষণীয় ও রোগা। 

Image credits: instagram
Bangla

কৃতি শ্যানন

সাদা অনেরেই পছন্দের। কোনও অনুষ্ঠানে কারও নজর কাড়তে ও নিজের আকর্ষণীয় দেখাতে এমন সিকোয়েন্সের কাজ করা শাড়ি পরতে পারেন। 

Image credits: instagrma
Bangla

রশ্মিকা মান্দানা

মাল্টি কালার সিল্ক বেছে নিতে পারেন। এর সঙ্গে ডিপ কাট ব্লাউজে একদিকে যেমন আকর্ষণীয় দেখাবে তেমনই চেহারা লাগবে রোগা। 

Image credits: instagram
Bangla

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টির মতো এমন হলুদ ফ্যান্সি শাড়িতে নজর কাড়তে পারেন সকলের। সঙ্গে স্টাইল করে বেল্ট দিয়ে শাড়ি পরুন। এতে রোগা দেখাবে।

Image credits: instagram
Bangla

বিদ্যা বালন

বাড়তি মেদ নিয়ে যদি বেশিই চিন্তিত হন তাহলে এমন কালো রঙের সিল্ক বেছে নিন। এর সঙ্গে ডিপ কাট ব্লাউজ পরবেন। তা না হলে মোটা দেখাতে পারে।

Image credits: instagram

Diwali Fashion: করিনা থেকে দীপিকা, দীপাবলিতে ট্রেন্ডি ব্যাকলেস ব্লাউজ

৪০ বছরেও চাবুক ফিগার, জেনে নিন ক্যাটরিনার ফিটনেস রুটিন

শীতে ঠোঁটের যত্নে ঘরেই এভাবে তৈরি করুন লিপবাম, ঠোঁট হবে গোলাপী

পুজোয় মেকআপ করে ত্বকের বারোটা বেজেছে? রইল ঘরোয়া কিছু ফেসপ্যাকের হদিশ