Bangla

স্থূলতা কমাতে

শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতে অনেকেই অনেক কিছু করেন।

Bangla

শরীর চর্চা

মেদ ঝরাতে অনেকেই শরীর চর্চা করেন। তবে খাবারের ওপর নজর দেওয়া জরুরি।

Image credits: Getty
Bangla

সঠিক খাবার

প্রক্রিয়াজাত ও অসময় খাওয়া শরীরের ক্ষতি করে। আর সেই কারণে সাধারণ খাবারের ওপর জোর দিতে হবে।

Image credits: Getty
Bangla

বিভিন্ন খাবর

নিয়মিত পাতে রাখতে হবে নানা গ্রুপের খাবার। শরীর যাতে ক্যালসিয়াম থেকে কার্বোহাইড্রেট সঠিক পরিমানে পায় তার ব্যবস্থা করতে হবে।

Image credits: Getty
Bangla

সার্বিক পুষ্টি

সার্বিক পুষ্টিকর খাবার খেতে হবে। মেদ ঝরাতে খাবার বাদ দিলে হবে না।

Image credits: Getty
Bangla

ভাতের পরিমাণ

ভারতের প্রধান খাবার ভাত। এটি বাদ দিলে হবে না। প্লেটে ৫০ শতংশা ভাত রাখতে পারেন। চাইলে রুটিও রাখতে পারে।

Image credits: Getty
Bangla

সবজির পরিমাণ

৩৫ শতাংশ ডাল ও সবজি রাখতে হবে। আমিষ খাবার খেলেও এই পরিমাণ ডাল বা সবজি রাখতে পারেন।

Image credits: Getty
Bangla

আচার - দই

মাত্র ১৫ শতাংশ খাবার হবে পাঁপড়, সালাদ, আচার ও দই। অর্থাৎ খুব কম পরিমাণে এগুলি পাতে রাখুন।

Image credits: Getty
Bangla

রোগ প্রতিরোধে সাহায্য

ফল, শাকসবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত একটি সুষম খাদ্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে।

Image credits: Getty
Bangla

খাবার কম খাবেন না

রোগা হওয়ার জন্য কখনই খাবার কম খাবেন না। তাতে আরও সমস্যা দেখা দেবে।

Image credits: Getty

সুস্বাদু খেজুর স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব উপকারি

ত্বক থেকে হৃদয় নিজের স্বাস্থ্যের যত্নে রোজ খাদ্যতালিকায় রাখুন মাখানা