Bangla

দুধের সঙ্গে...

সন্তানকে দুধের সঙ্গে এই খাবারগুলি দিন, পেট ভরা থাকবে স্বাস্থ্য ভাল হবে।

Bangla

শুধু দুধে 'না'

দুধ অত্যান্ত স্বাস্থ্যকর। কিন্তু অনেকেই রয়েছে শুধু দুধ খেতে চায় না। তাই সন্তানের ভরপেট আর স্বাস্থ্যকর খাবারের জন্য দুধের সঙ্গে এগুলি দিতে পারেন।

Image credits: sb
Bangla

কনফ্লেক্স

দুধের সঙ্গে কনফ্লেক্স দিতে পারে। এটি অত্যান্ত উপাদেয়। সকালে বা সন্ধ্যায় সার্ভ করতেই পারেন।

Image credits: sb
Bangla

ওটস

দুধের সঙ্গে ওটসও দিতে পারেন। সঙ্গে বাদাম মিশিয়ে দিতে পারেন।

Image credits: sb
Bangla

বিস্কুট বা কেক

দুধের সঙ্গে কেক বা বিস্কুট খেলে পেট অনেক সময় ভরা থাকে। এটি তেমন স্বাস্থ্যকর নয়। কিন্তু মুখোরোচক।

Image credits: sb
Bangla

রুটি

দুধের সঙ্গে রুটি বা পাঁউরুটি থেতেই পারেন। সমস্যা নেই। স্বাস্থ্যকর খাবার।

Image credits: sb
Bangla

ক্ষীর

দুধকে ঘন করে জাল দিয়ে ক্ষীর তৈরি করেও সন্তানকে দিতে পারে। এটি পেট রাখা রাখে। ফ্যাট বাড়ায়।

Image credits: sb
Bangla

ছাতু

অনেকেই শুধু দুধ খেতে চায় না। আর সেই কারণে দুধের সঙ্গে ছাতু মিশিয়ে চিনি দিয়ে খেতে পারেন। পেট ভরা থাকে স্বাস্থ্যকর খাবার।

Image credits: sb
Bangla

হেল্থ ড্রিংকস

দুধের সঙ্গে যেকোনও হেলথ ড্রিংক্স মিশিয়ে সন্তানকে দিতে পারে। এটি স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর নয়।

Image credits: sb
Bangla

বাদাম ও কাজু

অনেকেই দুধের সঙ্গে বাদাম, কাজু, কিশমিশ মিশিয়ে খান। এটা স্বাস্থ্যের পক্ষে দারুন।

Image Credits: sb