দ্রুত কিছু স্ন্যাক্স চাই। কারণ জিভে যে জল এসে গিয়েছে। এমন সময়ে হাই প্রোটিন এনার্জি বল হতে পারে মুশকিল আসান। চিন্তা নেই, এমন এক রেসিপি বলা হচ্ছে যাতে মিষ্টির দরকারই পড়বে না
Food Jun 30 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
উপকরণ
আধ কাপ মিক্সড সিডস, ১ কাপ আমন্ড, ১ কাপ কাচা বাদাম, আধ কাপ খেজুর, আধ কাপ হালকা গরম জল, ১ চিমটে সিনামন
Image credits: Getty
Bangla
ধাপ ১
একটা প্যান নিন এবং তাতে শুকনো করে সিডস গুলোকে ভাজুন এবং হয়ে গেলে আলাদা করে রাখুন
Image credits: Getty
Bangla
ধাপ ২
ওই একই প্যানে এবার আমন্ডগুলোকে একটা শুকনো করে ভেজে নিন
Image credits: Getty
Bangla
ধাপ ৩
এবার প্যানে কাঁচা বাদামগুলোকে নিয়ে ভালে করে টোজ করে নিন
Image credits: Getty
Bangla
ধাপ ৪
একটা বড় পাথরের বাটি বা কাঁচের বাটিতে হালকা গরম জল ঢালুন। তারমধ্যে খেজুরগুলোকে ডুবিয়ে দিন
Image credits: Getty
Bangla
ধাপ ৫
এবার একটা মিক্সার গ্লাইন্ডারে মিক্সড সিডস, কাঁচা বাদাম, আমন্ড ও সিনামনকে একসঙ্গে মিক্স করুন
Image credits: Getty
Bangla
ধাপ ৬
মিক্সি থেকে মিশ্রণটাকে বের করে বাটিতে ঢালুন।এবার ভেজানো খেজুরকে ঢালুন। এবার ভালো করে মিশ্রণটাকে মাখুন। হাতে একটু সাদা তেল বা বাটার মাখিয়ে নিন এবং গোল গোল করে মিশ্রণের মণ্ড বানান
Image credits: Getty
Bangla
ধাপ ৭
বলগুলোকে ভালো করে গোল গোল করুন এবং সেগুলোকে একটু বাদামের গুড়োর সঙ্গে মাখিয়ে নিয়ে মুখে পুরুন। হয়ে গেল হাই প্রোটিন এনার্জি বল কোনও ধরনের চিনি ছাড়াই