Bangla

বর্ষাকালে ভুলেও খাবেন না এই খাবারগুলি

Bangla

কাঁচা সালাদ

কাঁচা সবজিতে ব্যাকটেরিয়া লুকিয়ে থাকতে পারে। ভালো করে ধুয়েও সম্পূর্ণ পরিষ্কার হয় না। তাই সালাদ এড়িয়ে চলুন অথবা সেদ্ধ করে খান।

Image credits: social media
Bangla

স্ট্রিট ফুড থেকে সাবধান

বড়া পাঁও, ভাজা, পানিপুরির মতো স্ট্রিট ফুড বর্ষাকালে সহজেই দূষিত হয়। এর ফলে পেট ব্যথা, ডায়রিয়া হওয়ার ঝুঁকি থাকে।

Image credits: Facebook
Bangla

খোলা জায়গায় বিক্রি হওয়া দুধ/দুগ্ধজাত দ্রব্য এড়িয়ে চলুন

মিষ্টি, আইসক্রিমের মতো খোলা জায়গায় রাখা দুগ্ধজাত দ্রব্য দ্রুত নষ্ট হয়ে যায়। এই ধরনের খাবারের ফলে ফুড পয়জনিংয়ের ঝুঁকি বেড়ে যায়।

Image credits: Pinterest
Bangla

ভাজা এবং অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন

ভাজা খাবার হজম করতে কষ্ট হয়। বর্ষাকালে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, তাই এই ধরনের খাবার এড়িয়ে চলাই ভালো।

Image credits: Facebook
Bangla

সামুদ্রিক মাছ এবং সী-ফুড থেকে দূরে থাকুন

বর্ষায় সমুদ্রে বেশি দূষণ থাকে। এর ফলে মাছ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বর্ষাকালে মাছ বা সী-ফুড খাওয়া এড়িয়ে চলুন।

Image credits: freepik

প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, আগে থেকেই সতর্ক হয়ে যান

মেধা বাড়িয়ে ব্যবসায় সাফল্য পান! মনে রাখুন ৬টি টিপস

হৃদরোগের প্রধান লক্ষণগুলি জানুন, তাহলে আগে থেকেই সাবধান হতে পারবেন

ব্যায়ামের পরে কখন খাবেন, জেনে নিন খাবার খাওয়ার সঠিক সময় কোনটি?