Bangla

রাতে বেশিক্ষণ জেগে থাকলে কী হয় জানেন?

ঘুম স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা সবাই জানি। কিন্তু নানা কারণে, অনেকেই রাতে ঠিকমতো ঘুমান না।

Bangla

বায়োলজিক্যাল ক্লক

রাতে বেশিক্ষণ জেগে থাকলে শরীরের বায়োলজিক্যাল ক্লক ব্যাহত হয়।

Image credits: Getty
Bangla

মস্তিষ্কের কার্যকারিতা

ঠিকমতো ঘুম না হলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়। মনোযোগের অভাব, ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

Image credits: our own
Bangla

ক্লান্তি

পরের দিন সারাদিন ক্লান্তি অনুভূত হয়। শরীরের শক্তির স্তর কমে যায়।

Image credits: Getty
Bangla

মানসিক চাপ

ঘুমের অভাবে বিরক্তি ও মানসিক চাপ বাড়ে।

Image credits: our own
Bangla

রোগ প্রতিরোধ ক্ষমতা

রাতে ঠিকমতো ঘুম না হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সর্দি, জ্বরের মতো রোগ সহজে আক্রমণ করতে পারে।

Image credits: Getty
Bangla

হার্টের স্বাস্থ্য

ঘুমের অভাব হার্টের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। রক্তচাপের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।

Image credits: Getty
Bangla

হজমের উপর প্রভাব ফেলে

ঘুমের অভাব অতিরিক্ত ক্ষুধার কারণ হতে পারে। এর ফলে, ওজন বেড়ে যায়।

Image credits: our own
Bangla

সঠিক ঘুম

সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম প্রয়োজন।

Image credits: Getty

ওজন কমাতে ডায়েটে? এই কম ক্যালোরির স্ন্যাকসগুলি খান

ডায়েটে যোগ করুন আদা, প্রতিদিন আদা খেলে মিলবে ৭ উপকার

হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এমন সাতটি খাবার, জানুন এক ক্লিকে

হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এমন সাতটি খাবার, জানুন এক ঝলকে