Bangla

রোগের লক্ষণ

জ্বর, গলা ব্যথা, ফুসফুসে সংক্রমণ, চোখ লাল হওয়া, ডায়েরিয়া, বমি, পেট ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা হলে বুঝলে ডাক্তারের পরামর্শ নিন।

Bangla

আক্রান্তের বয়স

১০ বছরের কম বয়সী বাচ্চারা মূলত আক্রান্ত হচ্ছে। বাচ্চকে সুস্থ রাখতে তাকে জীবাণু থেকে রক্ষা করুন।

Image credits: Getty
Bangla

পর্যাপ্ত জল

রোজ পর্যাপ্ত জল পান করা দরকার। বাচ্চাকে প্রতিদিন ৭ থেকে ৮ গ্লাস জলে জল পান করান। এতে শরীর থাকবে হাইড্রেটেড।

Image credits: Getty
Bangla

রসুন

রসুনে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি বায়োটিক উপাদান আছে। রোজ ১ কোয়া করে রসুন খেলে মিলবে উপকার।

Image credits: Getty
Bangla

দই

রোজ বাচ্চাকে ১ বাটি করে দই খাওয়াতে পারেন। মিলবে উপকার।

Image credits: Getty
Bangla

ভিটামিন সি, এ, ই-তে পূর্ণ খাবার

রোজ আপেল, কলা, স্ট্রবেরি, অ্যাভোকাডো, কিউই-র মতো ফল খাওয়াতে পারেন। সম্ভব হবে ফলের জুস খাওয়ান। এতে আছে ভিটামিন সি, এ, ই।

Image credits: Getty
Bangla

প্রোটিন সমৃদ্ধ খাবার

বাচ্চাকে রোজ ডিম, মাছ, মাংস-র মতো খাবার খাওয়ান। এতে পুষ্টির জোগান ঘটবে।

Image credits: Getty
Bangla

দুধ

দুধের সঙ্গে হলুদ মিশিয়ে শরবত বানিয়ে বাচ্চাকে খাওয়ান। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে উন্নত। বাচ্চা থাকবে রোগ মুক্ত।

Image credits: Getty
Bangla

ডাবের জল

বাচ্চাকে ডাবের জল খাওয়াতে পারেন। এটি পটাশিয়াম, ও অন্যান্য খনিজ পূর্ণ। এটি শরীর হাইড্রেট করে। পেট ঠান্ডা রাখে সঙ্গে যে কোনও জীবাণু থেকে রক্ষা করে।

Image credits: Getty
Bangla

নিমপাতা ও উচ্ছে

বাচ্চাকে নিমপাতা ও উচ্ছে খাওয়ালে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য শরীর প্রস্তুত হবে। এতে অ্যাডিনোভাইরাস তো বটেই যে কোনও রোগ থেকে মুক্তি পেতে পারবে।

Image credits: Getty

বাড়তি মেদ কমাতে মেনে চলুন এই ১০টি বিশেষ টিপস