রান্নাঘরের অপরিহার্য সামগ্রী হয়ে উঠেছে এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ার ব্যবহারের সময় কিছু বিষয় মনে রাখা প্রয়োজন।
এয়ার ফ্রায়ার বাস্কেট খাবারে পুরোপুরি ভর্তি করবেন না। এতে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগবে এবং সঠিকভাবে সিদ্ধ হবে না।
সব এয়ার ফ্রায়ার একই রকম নয়। প্রতিটি ফ্রায়ার আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে হয়। মডেল অনুযায়ী কার্যপ্রণালীতেও পার্থক্য রয়েছে।
ব্যবহারের পর এয়ার ফ্রায়ার ভালোভাবে পরিষ্কার করতে হবে। খাবারের অবশিষ্টাংশ লেগে থাকলে পরিষ্কার করা কষ্টকর হবে।
বিভিন্ন আকারের এয়ার ফ্রায়ার বাজারে পাওয়া যায়। আপনার প্রয়োজন অনুযায়ী এয়ার ফ্রায়ার নির্বাচন করুন।
বেশি জলীয় খাবার এয়ার ফ্রায়ারে রান্না করবেন না। এতে খাবার সঠিকভাবে সিদ্ধ হয় না।
খাবার রান্নার আগে এয়ার ফ্রায়ার ২ মিনিট গরম করে নিন। ভালোভাবে গরম হওয়ার পর খাবার রান্না করুন।
দেয়ালের কাছে এয়ার ফ্রায়ার ব্যবহার করবেন না। এয়ার ফ্রায়ার চালু থাকলে বেশি তাপ নির্গত হয়। বায়ু চলাচল না থাকলে বিপদ ঘটতে পারে।
রান্নাঘর পরিষ্কার রাখার ৭টি সহজ টিপস
পুজোর আগে ঘরের কোণাগুলিকেও সাজিয়ে তুলুন, জেনে নিন দুর্দান্ত টিপস
বন্ধুত্ব দিবসের উপহার: বাজেটের মধ্যে আনন্দ দিন
রান্নাঘরে অবশ্যই রাখুন এই ৭ টি প্রয়োজনীয় গাছ, দেখে নিন তালিকা