Bangla

এয়ার ফ্রায়ার

রান্নাঘরের অপরিহার্য সামগ্রী হয়ে উঠেছে এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ার ব্যবহারের সময় কিছু বিষয় মনে রাখা প্রয়োজন।

Bangla

বাস্কেট ভর্তি করবেন না

এয়ার ফ্রায়ার বাস্কেট খাবারে পুরোপুরি ভর্তি করবেন না। এতে খাবার সিদ্ধ হতে বেশি সময় লাগবে এবং সঠিকভাবে সিদ্ধ হবে না।

Image credits: Getty
Bangla

সব একরকম নয়

সব এয়ার ফ্রায়ার একই রকম নয়। প্রতিটি ফ্রায়ার আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে হয়। মডেল অনুযায়ী কার্যপ্রণালীতেও পার্থক্য রয়েছে।

Image credits: Getty
Bangla

পরিষ্কার না করা

ব্যবহারের পর এয়ার ফ্রায়ার ভালোভাবে পরিষ্কার করতে হবে। খাবারের অবশিষ্টাংশ লেগে থাকলে পরিষ্কার করা কষ্টকর হবে।

Image credits: Getty
Bangla

প্রয়োজন অনুযায়ী কিনুন

বিভিন্ন আকারের এয়ার ফ্রায়ার বাজারে পাওয়া যায়। আপনার প্রয়োজন অনুযায়ী এয়ার ফ্রায়ার নির্বাচন করুন।

Image credits: Getty
Bangla

জলীয় খাবার

বেশি জলীয় খাবার এয়ার ফ্রায়ারে রান্না করবেন না। এতে খাবার সঠিকভাবে সিদ্ধ হয় না।

Image credits: Getty
Bangla

আগে থেকে গরম করুন

খাবার রান্নার আগে এয়ার ফ্রায়ার ২ মিনিট গরম করে নিন। ভালোভাবে গরম হওয়ার পর খাবার রান্না করুন।

Image credits: Getty
Bangla

দেয়াল

দেয়ালের কাছে এয়ার ফ্রায়ার ব্যবহার করবেন না। এয়ার ফ্রায়ার চালু থাকলে বেশি তাপ নির্গত হয়। বায়ু চলাচল না থাকলে বিপদ ঘটতে পারে।

Image credits: Getty

রান্নাঘর পরিষ্কার রাখার ৭টি সহজ টিপস

পুজোর আগে ঘরের কোণাগুলিকেও সাজিয়ে তুলুন, জেনে নিন দুর্দান্ত টিপস

বন্ধুত্ব দিবসের উপহার: বাজেটের মধ্যে আনন্দ দিন

রান্নাঘরে অবশ্যই রাখুন এই ৭ টি প্রয়োজনীয় গাছ, দেখে নিন তালিকা