Bangla

গাছপালা

বিভিন্ন ধরণের গাছপালা রয়েছে। প্রতিটি গাছের জন্য বিভিন্ন ধরণের যত্নের প্রয়োজন। এই গাছগুলো রান্নাঘরে রাখুন।

Bangla

পিস লিলি

সহজেই রান্নাঘরে রাখা যায় এমন একটি গাছ হল পিস লিলি। এর সুন্দর সাদা ফুল রান্নাঘরের সৌন্দর্য বাড়ায়।

Image credits: Getty
Bangla

স্নেক প্ল্যান্ট

কম যত্নে সহজেই বাড়ে স্নেক প্ল্যান্ট। রান্নাঘরের পোকামাকড় দূর করতে এবং বাতাস পরিশুদ্ধ করতে এটি সাহায্য করে।

Image credits: Getty
Bangla

অ্যালোভেরা

অনেক গুণের অধিকারী অ্যালোভেরাষ খুব কম জল প্রয়োজন এই গাছের। রান্নাঘরের রোদ পড়ে এমন জায়গায় রাখুন।

Image credits: Getty
Bangla

স্পাইডার প্ল্যান্ট

বাড়ির যেকোনো জায়গায় স্পাইডার প্ল্যান্ট রাখা যায়। এর সুন্দর পাতা রান্নাঘরকে আকর্ষণীয় করে তোলে।

Image credits: Social Media
Bangla

মানি প্ল্যান্ট

যেকোনো জায়গায় সহজেই বাড়ে মানি প্ল্যান্ট। রান্নাঘরের যেকোনো অংশে এটি রাখা যায়। অল্প যত্নে ভালোভাবে বাড়ে।

Image credits: Getty
Bangla

থাইম

রান্নাঘরে রাখার উপযুক্ত একটি ভেষজ গাছ হল থাইম। সহজেই বাড়ে এই গাছ। রোদ পড়ে এমন জায়গায় রাখতে হবে।

Image credits: Pexels
Bangla

চাইনিজ এভারগ্রীন

সবুজ এবং গোলাপি রঙের এই গাছ। খুব কম যত্নের প্রয়োজন। গরম এবং আর্দ্রতা প্রয়োজন এই গাছের।

Image credits: Getty

শ্রাবণে আমিষ খাওয়া হয় না কেন? জানুন এক ঝলকে

রক্ষা বন্ধনে ভাইয়ের মঙ্গলে এই ভুলগুলি এড়িয়ে চলুন, রইল টিপস

অফিস টেবিলে সহজেই রাখতে পারবেন এমন ৭টি ছোট গাছ

অফিস টেবিলে সহজেই রাখতে পারবেন এমন ৭টি ছোট গাছ