তেজপাতায় প্রচুর উপকারী গুণ রয়েছে। এটি দাগ এবং জীবাণু সহজেই দূর করতে সাহায্য করে।
Other Lifestyle Sep 11 2025
Author: Saborni Mitra Image Credits:Getty
Bangla
দাগ দূর করুন
বাসন মাজা রান্নাঘরের সবচেয়ে বিরক্তিকর কাজ। অন্যান্য ক্লিনার ব্যবহার না করেই তেজপাতা ব্যবহার করে বাসনের পোড়া দাগ দূর করা যায়।
Image credits: Getty
Bangla
গরম পানি
জলে তেজপাতা দিয়ে ভালো করে ফুটতে হবে। তারপর বাসনগুলো এই জলে ডুবিয়ে রাখলেই হবে। এটি দাগ সহজেই দূর করতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla
দুর্গন্ধ দূর করুন
ডিম, মাছ, রসুন ইত্যাদির তীব্র গন্ধ দূর করতে তেজপাতা ব্যবহার করুন। কাটিং বোর্ড এবং বাসনের দুর্গন্ধ দূর করতে তেজপাতা ব্যবহার করুন।
Image credits: Getty
Bangla
জীবাণু দূর করুন
শুধু দুর্গন্ধই নয়, জীবাণু দূর করতেও তেজপাতা ভালো। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। তাই জীবাণু ধ্বংস করতে তেজপাতা ব্যবহার করুন।
Image credits: Getty
Bangla
সাবানের গুঁড়ো লাগবে না
বাসন মাজতে সাবানের গুঁড়ো কেনার দরকার নেই। ময়লা দূর করে বাসন জীবাণুমুক্ত করতে তেজপাতা যথেষ্ট।
Image credits: Getty
Bangla
রাসায়নিক নেই
বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে সাবানের গুঁড়ো তৈরি হয়। সংবেদনশীল ত্বকের জন্য এটি অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে। পরিবর্তে তেজপাতা ব্যবহার করা উচিত।
Image credits: Getty
Bangla
সুগন্ধ ছড়ায়
রান্নাঘরের দুর্গন্ধ দূর করে সুন্দর গন্ধ ছড়াতে তেজপাতা ব্যবহার করুন।