Bangla

ইনডোর প্ল্যান্ট

বাড়ির ভেতরে গাছ লাগানোর অনেক উপকারিতা রয়েছে। তবে ইনডোর প্ল্যান্ট লাগানোর সময় এই বিষয়গুলো আপনার অবশ্যই জানা উচিত।

Bangla

সুগন্ধ ছড়ানো গাছ

তীব্র সুগন্ধযুক্ত গাছ বাড়ির ভেতরে রাখা এড়িয়ে চলুন। এর বদলে স্পাইডার প্ল্যান্ট বা স্নেক প্ল্যান্টের মতো গাছ লাগানো ভালো।

Image credits: Pixabay
Bangla

বায়ু চলাচল

বাড়ির ভেতরে ভালো বায়ুচলাচলযুক্ত স্থানে ইনডোর প্ল্যান্ট রাখা উচিত। প্রয়োজনে এগজস্ট ফ্যান ব্যবহার করা যেতে পারে।

Image credits: Pixabay
Bangla

জল

ইনডোর প্ল্যান্টে অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে চলুন। এর ফলে গাছে ছত্রাক সংক্রমণ হতে পারে।

Image credits: Pinterest
Bangla

পরিষ্কার রাখুন

গাছের পাতায় ধুলোবালি ও ময়লা জমার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই মাঝে মাঝে গাছ পরিষ্কার করা ভালো।

Image credits: Pinterest
Bangla

শোবার ঘর

শোবার ঘরে সুগন্ধ ছড়ায় বা অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় এমন গাছ লাগানো উচিত নয়।

Image credits: google
Bangla

আর্দ্রতা

যেসব গাছ অতিরিক্ত আর্দ্রতা ছড়ায়, সেগুলি বাড়ির ভেতরে রাখা এড়িয়ে চলুন।

Image credits: google
Bangla

সতর্ক থাকুন

শুধু সৌন্দর্য দেখে গাছ কিনবেন না। প্রতিটি গাছের বৈশিষ্ট্য বুঝে তবেই তা বাড়িতে লাগান।

Image credits: google

নকল নয়, এই গাছগুলো আসল; ঘর সাজাতে ইনডোর প্ল্যান্ট লাগান

ঘরে ইন্ডোর প্ল্যান্ট লাগানোর আগে এই ৭টি বিষয় অবশ্যই জেনে নিন

বসার ঘরকে সুন্দর করতে অবশ্যই লাগাবেন এই ৭টি ইন্ডোর প্ল্যান্ট

মাটি ছাড়া বাড়িতে জন্মায় এই ৭টি ইন্ডোর প্ল্যান্ট