বর্ষাকালে ঘরে সাপের উপদ্রব বৃদ্ধি পায়। সাপ আসার প্রধান কারণ এটি। এই বিষয়গুলিতে মনোযোগ দিন।
ঘর এবং আশেপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখুন। আবর্জনা, শুকনো পাতা জমতে দেবেন না।
ঘরের বাইরে কাঠের স্তূপ রাখা অনেক ঘরেই দেখা যায়। কিন্তু এটি সাপের আশ্রয়স্থল তৈরি করে। দেয়ালের সঙ্গে কাঠ রাখবেন না।
বর্ষাকালে ঘরের দরজা-জানালা পরীক্ষা করা ভালো। এটি ফাঁকগুলি সনাক্ত করে বন্ধ করতে সাহায্য করে।
টবে গাছ লাগানোর সময় দূরত্ব বজায় রাখুন। গাছপালা ঘন হলে সাপের আশ্রয়স্থল তৈরি হয়।
বাইরের ইন্টারলক, কংক্রিটে ফাটল আছে কিনা পরীক্ষা করুন। এতে সাপ লুকিয়ে থাকতে পারে।
ঘর সুন্দর করতে দরজা-জানালার কাছে লতানো গাছ লাগালে ছাঁটাই করুন। এতে সাপ ঘরে ঢুকতে পারে।
এক্সহস্ট ফ্যান, এয়ার হোলে জাল লাগালে পোকামাকড় ঢোকা রোধ হয়।
বর্ষাকালে পোকামাকড় দূর করার ঘরোয়া টিপস
এই ৫টি সাধারণ ভুলে কমে যাচ্ছে ইনডোর প্ল্যান্টের বাঁচার মেয়াদ! জেনে নিন
বর্ষায় দ্রুত বাড়বে এই কয়েকটি গাছ, নিজের বাগান সাজিয়ে তুলুন
বাথরুম ব্যবহারের সময় এই ৫টি ভুল এড়িয়ে চলুন, জেনে নিন