বর্ষাকালে ঘরে পোকামাকড়ের উপদ্রব অসহ্য হয়ে উঠে? এই টিপসগুলি ব্যবহার করে দেখুন।
বর্ষাকালে জল জমা সবচেয়ে বড় সমস্যা। এটি পোকামাকড়কে আকর্ষণ করে। তাই জল জমতে দেওয়া এড়িয়ে চলুন।
বর্ষাকালে মশার উপদ্রব প্রধান সমস্যা। জানালায় মশারি ব্যবহার করলে এটি এড়ানো যাবে।
নোংরা ও আর্দ্র স্থানে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়। বর্ষাকালে ঘরবাড়ি পরিষ্কার রাখুন।
সাদা ও নীল আলো পোকামাকড়কে আকর্ষণ করে। তাই উষ্ণ বা হলুদ আলো ব্যবহার করুন।
খালি ঘরে, বিছানা ও টেবিলের নীচে রসুন স্প্রে করলে পোকামাকড় দূরে থাকবে।
Neem, Citronella, Lavender, Eucalyptus তেল বা গাছ ব্যবহার করে পোকামাকড় দূর করুন।
বাইরে বের হলে গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন। হালকা রঙের পোশাক পরুন।
এই ৫টি সাধারণ ভুলে কমে যাচ্ছে ইনডোর প্ল্যান্টের বাঁচার মেয়াদ! জেনে নিন
বর্ষায় দ্রুত বাড়বে এই কয়েকটি গাছ, নিজের বাগান সাজিয়ে তুলুন
বাথরুম ব্যবহারের সময় এই ৫টি ভুল এড়িয়ে চলুন, জেনে নিন
বাথরুম ব্যবহারে ৫টি ভুল এড়িয়ে চলুন