সামনেই রক্ষা বন্ধন উৎসব। পবিত্র এই দিনে মেনে চলুন দাদা-ভাইকে রাখি পরানোর কিছু টিপস।
রক্ষা বন্ধন দিনে, ভদ্রকাল সকালে থাকে। ভদ্রকালে রাখি পরানো উচিত নয়। তাই এই সময় রাখি পরানো এড়িয়ে চলাই ভালো।
রাখি পরানোর সময়, বোনের মুখ দক্ষিণ-পশ্চিম দিকে থাকা উচিত। ভাইয়ের উত্তর-পূর্ব দিকে মুখ করা উচিত।
আপনার ভাইকে ভাঙা, নষ্ট রাখি পরানো উচিত নয়। যদি ভালো রাখি না পান, তাহলে পবিত্র সুতাও পরাতে পারেন।
ছুরি, কাঁটাচামচ, আয়না বা ফটো ফ্রেম উপহার দেওয়া এড়িয়ে চলুন। আপনার বোনকে কালো রঙের পোশাক, রুমাল বা জুতা উপহার দেবেন না।
রক্ষা বন্ধন দিনে, মাংস, মদ বা রসুন-পেঁয়াজ জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত।
অফিস টেবিলে সহজেই রাখতে পারবেন এমন ৭টি ছোট গাছ
বাড়ি থেকে উইপোকা দূর করার ৭টি উপায়
বাড়িতে অ্যালোভেরা গাছ লাগানোর ৭টি উপকারিতা