Bangla

দুর্গন্ধ দূর করুন

বাথরুমের ভেতরে দুর্গন্ধ হওয়ার অনেক কারণ থাকতে পারে। দুর্গন্ধ দূর করতে এই কয়েকটি উপায়ই যথেষ্ট।

Bangla

লেবু

লেবুর প্রাকৃতিক সুগন্ধ দুর্গন্ধ দূর করে। একটি ছোট বাটিতে লেবু কেটে বাথরুমে রাখতে পারেন।

Image credits: Getty
Bangla

বেকিং সোডা

দুর্গন্ধ দূর করতে বেকিং সোডাও খুব ভালো। ভালো করে শুকিয়ে গুঁড়ো করা লেবুর খোসার সঙ্গে বেকিং সোডা মিশিয়ে বাথরুমে রাখতে পারেন।

Image credits: Getty
Bangla

কফি পাউডার

কফি পাউডার দুর্গন্ধ শোষণ করতে পারে। একটি বাটিতে কিছুটা কফি পাউডার নিয়ে বাথরুমের ভেতরে রাখলেই হবে।

Image credits: Getty
Bangla

পুদিনা

অনেক গুণে সমৃদ্ধ পুদিনা পাতাও দুর্গন্ধ দূর করতে পারে। পুদিনা পাতা ভালো করে গুঁড়ো করে বাথরুমের ভেতরে রাখলেই হবে।

Image credits: Getty
Bangla

কমলার খোসা

কমলার খোসার খুব সুন্দর গন্ধ আছে। এটি কর্পূরের সাথে জানালার কাছে রাখতে পারেন। এভাবে রাখলে সহজেই দুর্গন্ধ দূর হয়।

Image credits: Getty
Bangla

চা পাতা

চা পাতা সুগন্ধি তেলের সাথে মিশিয়ে একটি পাত্রে রেখে বাথরুমে রাখতে পারেন। এটি সহজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

পরিষ্কার রাখুন

বাথরুম সবসময় পরিষ্কার রাখার দিকে মনোযোগ দিতে হবে। আবর্জনা ও ময়লা জমলে দুর্গন্ধ প্রতিরোধ করা সম্ভব নয়।

Image credits: Getty

বাড়িতে আরশোলা আসা বন্ধ করতে এই ৭টি কাজ অবশ্যই করুন

এই নিয়ম মেনে সহজেই ফ্রিজ পরিষ্কার করুন, রইল টিপস

শীতকালে ঔষধি গাছ নষ্ট হওয়া থেকে বাঁচাতে এই ৭টি কাজ অবশ্যই করুন

ঘরে সাজিয়ে রাখার জন্য ৭টি সেরা ফুল গাছ