Bangla

লেবুর খোসা পায়ে ঘষলে কি কি উপকার পাওয়া যায়

Bangla

মৃত ত্বক দূর করে

পায়ে লেবুর খোসা ঘষলে পায়ের মৃত ত্বক দূর হয়ে পরিষ্কার হয়।

Image credits: pinterest
Bangla

ফাটা দাগ দূর করে

পায়ে ফাটা দাগ থাকলে লেবুর খোসা ঘষুন। এতে ফাটা দাগ দ্রুত দূর হবে।

Image credits: pinterest
Bangla

দুর্গন্ধ দূর করে

আপনার পায়ে দুর্গন্ধ থাকলে লেবুর খোসা ঘষুন। এতে পায়ের দুর্গন্ধ দূর হবে।

Image credits: pinterest
Bangla

ফাঙ্গাল ইনফেকশন কমায়

পায়ে ফাঙ্গাল ইনফেকশন থাকলে লেবুর খোসা ঘষতে পারেন। লেবুতে থাকা ভিটামিন সি পায়ের ফাঙ্গাল ইনফেকশন কমায়।

Image credits: pinterest
Bangla

শুষ্কতা দূর করে

আপনার পায়ের ত্বক শুষ্ক হলে লেবুর খোসা ঘষতে পারেন। এতে শুষ্কতা দূর হয়ে ত্বক মসৃণ হয়।

Image credits: pinterest
Bangla

ব্যথা থেকে আরাম

হাঁটার সময় পায়ে ব্যথা হলে লেবুর খোসা ঘষতে পারেন। এতে ব্যথা কমবে।

Image credits: pinterest

বাড়িতে টাকা থাকে না কেন? ৭টি কারণ জেনে নিন

বাড়িতে ঝাঁকড়া কারি পাতার গাছ চান? বর্ষায় করুন এই কাজ

বেগুনি বাঁধাকপির স্বাস্থ্য উপকারিতা কী?

ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলি উপেক্ষা করবেন না!