যার না পরিবার আছে, না বন্ধু আছে, তার জীবন মৃত্যুর মতো। স্বামী-স্ত্রী যদি একে অপরের সাথে কথা না বলে, তাহলে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।
Image credits: adobe stock
Bangla
বিশ্বাসের অভাব
সঠিক সময় না আসা পর্যন্ত কারো উপর পুরোপুরি বিশ্বাস রাখা উচিত নয়। বিশ্বাস হল সম্পর্কের ভিত্তি। একে অপরের উপর সন্দেহ করলে সম্পর্ক ভেঙে যেতে সময় লাগে না।
Image credits: Getty
Bangla
স্বার্থপর আচরণ
যদি দুজনের মধ্যে কেউ শুধু নিজের কথা ভাবে, তাহলে সেই সম্পর্ক টেকে না।
Image credits: Getty
Bangla
অহংকার
দুজনের মধ্যে কেউ যদি 'আমিই ঠিক' এই মনোভাব নিয়ে চলে, তাহলে মতবিরোধ তৈরি হয়।
Image credits: chatgpt AI
Bangla
অসম জীবনমূল্য ও দৃষ্টিভঙ্গি
চাণক্য বলেন, দুজনের চিন্তাভাবনা যদি খুব আলাদা হয় এবং তার থেকেই যদি ঝগড়া লেগেই থাকে, তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে।