বাড়ির ভিতরে নিয়মিত আসা প্রাণী হল মাকড়শা। বাড়িতে মাকড়শার উপদ্রব দূর করতে এভাবে চেষ্টা করুন।
কর্পূর তুলসী, ল্যাভেন্ডার, সিট্রোনেলা ইত্যাদির তেল ব্যবহার করলে মাকড়শা আসা রোধ করা যায়। অল্প জল নিয়ে তার মধ্যে দুই ফোঁটা তেল মিশিয়ে স্প্রে করুন।
মাকড়শা আসার সম্ভাবনা আছে এমন জায়গায় ভিনেগার স্প্রে করলেই হবে।
রসুনের গন্ধ সহ্য করতে পারে না মাকড়শা। তাই মাকড়শা আসা জায়গায় রসুন স্প্রে করুন।
কমলা, লেবুর খোসা মাকড়শা আসা জায়গায় রাখলে এদের তাড়াতে পারবেন।
পুদিনা, রোজমেরি, ল্যাভেন্ডারের মতো ঔষধি গাছের গন্ধ মাকড়শার পছন্দ নয়। এগুলো বাড়ির ভিতরে লাগালেই হবে।
বাড়ির ভিতরে জিনিসপত্র জমা করে রাখা এড়িয়ে চলুন। এভাবে জিনিসপত্র জমা থাকলে পোকামাকড় আসার সম্ভাবনা বেশি থাকে।
যেখানে নিয়মিত মাকড়শা আসে সেখানে আলো এড়িয়ে চলা ভালো। কারণ আলোতে আকৃষ্ট হয়ে পোকামাকড় আসে এবং সেগুলো ধরতে মাকড়শা আসে।
বাড়ির দেওয়ালের রং আর উঠবে না! এই টিপসগুলি মেনে চলুন
ঘুমের অভাবের ৭টি সমস্যা হতে পারে সতর্ক থাকুন!
রান্নাঘরের ৭টি জিনিস গ্যাসের কাছে রাখবেন না, হতে পারে ক্ষতি
Good Evening Messages: শুভ সন্ধ্যা বার্তা, শুভেচ্ছা এবং ছবি