Bangla

মাছের গন্ধ

মাছ পরিষ্কার করার পর রান্নাঘরে যে দুর্গন্ধ থেকে যায় তা দূর করার জন্য এই পদ্ধতিগুলি যথেষ্ট।

Bangla

দারচিনি, লবঙ্গ

মাছ ধোয়ার পর দুর্গন্ধ হলে এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন। একটি পাত্রে লবঙ্গ, দারচিনি জাতীয় মশলা রেখে জল দিয়ে ফুটিয়ে নিলে দুর্গন্ধ চলে যাবে।

Image credits: Getty
Bangla

মাছের আবর্জনা

মাছের আবর্জনা ড্রেনে জমে গেলেও দুর্গন্ধ হতে পারে। কিছু বেকিং সোডা ড্রেনে ঢেলে তারপর ভিনেগার এবং গরম জল ঢেলে দিন। এটি দুর্গন্ধ দূর করবে।

Image credits: Getty
Bangla

দুর্গন্ধ

যেখানে দুর্গন্ধ হচ্ছে সেখানে কিছু বেকিং সোডা ছড়িয়ে দিলে দুর্গন্ধ দূর হয়।

Image credits: Getty
Bangla

লেবু

লেবু দিয়ে কিচেন সিঙ্ক ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এটি মাছের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

কফি পাউডার

দুর্গন্ধ দূর করার জন্য কফি পাউডারও ভালো। কফি পাউডার অথবা বেকিং সোডা একটি পাত্রে নিয়ে রান্নাঘরে খোলা রাখলে দুর্গন্ধ চলে যাবে।

Image credits: Getty
Bangla

জানালা খোলা রাখুন

মাছ পরিষ্কার করার সময় এবং রান্না করার সময় জানালা খোলা রাখার চেষ্টা করুন। এতে রান্নাঘরে বাতাস চলাচল থাকবে।

Image credits: Getty
Bangla

ফ্রিজে রাখার সময়

মাছ ফ্রিজে রাখার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। খোলা অবস্থায় ফ্রিজে মাছ রাখবেন না। কলার পাতায় মুড়ে রাখলে দুর্গন্ধ কম হবে।

Image credits: Getty

বর্ষায় সিলিকা জেলেই সব সমস্যার মুশকিল আসান, জানুন কীভাবে ব্যবহার করবেন

ওয়াশিং মেশিনের যত্ন: মেশিনে কাচার সময়ে এই ৫টি ভুল অবশ্যই এড়িয়ে চলুন

ঘরে মানি প্ল্যান্ট রাখার ৭টি উপকারিতা, এক নজরে দেখুন

রান্না ছাড়াও এই সাত কাজে ব্যবহার করতে পারেন নুন, জেনে নিন কী কী