Bangla

বর্ষাকালে আপনার পোষা কুকুরের যত্ন

বর্ষাকালে কুকুরের যত্ন নেওয়ার টিপস
Bangla

শুকনো পা

বর্ষাকালে কুকুরছানার পা ভেজা থাকলে ছত্রাক সংক্রমণ, ফাটা হওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝেমধ্যে কাপড় দিয়ে মুছে দিন।

Image credits: Getty
Bangla

ছত্রাক প্রতিরোধক পাউডার

বর্ষাকালে কুকুর ঘন ঘন ভিজলে পেটে, পায়ে, কানে ছত্রাক প্রতিরোধক পাউডার লাগান। এতে ত্বকের সংক্রমণ হবে না।

Image credits: Getty
Bangla

হাঁটাহাঁটি 'না'

বৃষ্টির জল ব্যাকটেরিয়া ছড়ায়। তাই বেশি বৃষ্টি হলে কুকুরকে হাঁটতে নিয়ে যাবেন না।

Image credits: our own
Bangla

রেইন কোট

কুকুরছানার জন্য ছোট বাইরের ভ্রমণের সময় রেইন কোট ওয়াটারপ্রুফ জুতা ব্যবহার করুন।

Image credits: Freepik
Bangla

ব্যায়াম

বৃষ্টির জন্য হাঁটতে নিয়ে যেতে না পারলে ঘরেই ছোট ছোট ব্যায়াম করান। এতে ক্লান্ত লাগবে না।

Image credits: Freepik

কাপড় ধোয়ার ৭টি গুরুত্বপূর্ণ টিপস

ছোট ঘর সাজান মনের মত করে! দেখে নিন ৭টি সাশ্রয়ী আইডিয়া

জলে সহজেই জন্মায় এমন ৭ টি ঔষধি গাছ চিনে নিন

বাড়িতে পোকামাকড় দূর করার ৭ টি ঔষধি গাছ