বর্ষাকালে কুকুরছানার পা ভেজা থাকলে ছত্রাক সংক্রমণ, ফাটা হওয়ার সম্ভাবনা থাকে। তাই মাঝেমধ্যে কাপড় দিয়ে মুছে দিন।
বর্ষাকালে কুকুর ঘন ঘন ভিজলে পেটে, পায়ে, কানে ছত্রাক প্রতিরোধক পাউডার লাগান। এতে ত্বকের সংক্রমণ হবে না।
বৃষ্টির জল ব্যাকটেরিয়া ছড়ায়। তাই বেশি বৃষ্টি হলে কুকুরকে হাঁটতে নিয়ে যাবেন না।
কুকুরছানার জন্য ছোট বাইরের ভ্রমণের সময় রেইন কোট ওয়াটারপ্রুফ জুতা ব্যবহার করুন।
বৃষ্টির জন্য হাঁটতে নিয়ে যেতে না পারলে ঘরেই ছোট ছোট ব্যায়াম করান। এতে ক্লান্ত লাগবে না।
কাপড় ধোয়ার ৭টি গুরুত্বপূর্ণ টিপস
ছোট ঘর সাজান মনের মত করে! দেখে নিন ৭টি সাশ্রয়ী আইডিয়া
জলে সহজেই জন্মায় এমন ৭ টি ঔষধি গাছ চিনে নিন
বাড়িতে পোকামাকড় দূর করার ৭ টি ঔষধি গাছ