Bangla

ঠোঁটের যত্ন নিচ্ছেন তো?

ঠোঁটের যত্ন নেওয়াও ভীষণ গুরুত্বপূর্ণ। 

Bangla

নারকেল তেল

স্নানের পরে নারকেল তেল লাগালে ঠোঁটের রং চমৎকার হয়।

Image credits: adobe stock
Bangla

স্ক্রাবিং

স্নানের পরে আলগা হাতে তোয়ালে দিয়ে ঠোঁট ঘষুন

Image credits: adobe stock
Bangla

মশ্চারাইজ

রাতে অবশ্যই ঠোঁটি কিছু মেখে শুতে হবে।

Image credits: adobe stock
Bangla

ধূমপান বন্ধ

ধূমপান করলে একেবারে কালো কুচকুচে হয়ে যায় ঠোঁট। তাই এড়িয়ে চলুন।

Image credits: adobe stock
Bangla

কাঁচা হলুদ

রোজ সকালে খালি পেটে কাঁচা হলুদ খান

Image credits: adobe stock

রোজ অ্যালোভেরার রস খেলে কী হয়?

একটাও ব্রণ থাকবে না আর! শুধু মেনে চলুন এই নিয়ম

এই রহস্য জানলে আর মেকআপ লাগবে না!

মানসিক চাপের কারণে হতে পারে মৃত্যু!