Bangla

জনপ্রিয় পরিবহন মাধ্যম

প্রতিদিন বহু মানুষ ট্রেনে করে সারাদেশে ভ্রমণ করেন। রাতে ট্রেনে ভ্রমণকারীদের কিছু নিয়ম মেনে চলতে হয়।

Bangla

অনুগ্রহ করে নীরবতা পালন করুন

রাতে, বিশেষ করে রাত ১০টার পর, ট্রেনে জোরে কথা বলা বা ফোনে উচ্চস্বরে গান বাজানো উচিত নয়। নীরবতা বজায় রাখার দিকে মনোযোগ দিন।

Image credits: Getty
Bangla

লাইট বন্ধ রাখুন

রাতে শুধুমাত্র নাইট লাইট ব্যবহার করার দিকে মনোযোগ দিন। অন্য সব লাইট বন্ধ রাখতে হবে।

Image credits: Getty
Bangla

যাত্রীদের সহযোগিতা

মিডল বার্থের সময় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। তাই লোয়ার বার্থের যাত্রীদের সহযোগিতা করা উচিত।

Image credits: Getty
Bangla

খাবারের প্রি-অর্ডার

বেশিরভাগ ট্রেনে রাত ১০টার মধ্যে খাবার পরিষেবা বন্ধ হয়ে যায়। যারা দেরিতে খান, তাদের আগে থেকেই খাবার অর্ডার করা উচিত।

Image credits: Getty
Bangla

ভ্রমণে 'চার্জ' দিন

অনেক জোনে রাত ১১টার পর ট্রেনের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়। তাই ১১টার আগেই প্রয়োজনীয় ডিভাইস চার্জ করে নিন।

Image credits: Getty

ঘরে সহজে বাড়ানোর মতো বড় ইন্ডোর প্ল্যান্ট, জানুন এক ঝলকে

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাড়িতে যে ৭টি ইনডোর প্ল্যান্ট রাখা আবশ্যক

সামান্য যত্নে বারান্দায় সহজে চাষ করা যায় ৭টি সবজি

এই ৬টি খাবার খেলেই দারুণ ঘুম? দেখে নিন তালিকা