Bangla

রাতে ভালো ঘুমের জন্য যে ৬টি খাবার খাবেন

চলুন এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক, যা রাতে ভালো ঘুমাতে সাহায্য করবে।

Bangla

আমন্ড

আমন্ডে থাকা ম্যাগনেসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট ঘুমের সহায়ক মেলাটোনিন উৎপাদন বাড়ায়। তাই আমন্ড খেলে ভালো ঘুম হয়।

Image credits: Getty
Bangla

কুমড়োর বীজ

কুমড়োর বীজে থাকা ট্রিপটোফ্যান, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক মেলাটোনিন উৎপাদন বাড়িয়ে রাতে ভালো ঘুম হতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

কিউই

সেরোটোনিন, ফোলেট, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কিউই ঘুম আনতে সাহায্য করে। তাই রাতে দুটি কিউই খাওয়া ভালো।

Image credits: Getty
Bangla

চেরি

চেরিতে প্রচুর পরিমাণে মেলাটোনিন রয়েছে, যা ঘুমের অভাব দূর করে। তাই রাতে চেরির জুস পান করলে ঘুম ভালো হয়।

Image credits: Getty
Bangla

কলা

ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ কলা রাতে খেলে ভালো ঘুম হতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

হলুদ দুধ

রাতে দুধে এক চিমটি হলুদ মিশিয়ে পান করলে ভালো ঘুম হয়। হলুদে থাকা কারকিউমিন এক্ষেত্রে সাহায্য করে।

Image credits: Asianet News
Bangla

বিশেষ দ্রষ্টব্য:

খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনার আগে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞ বা পুষ্টিবিদের পরামর্শ নিন।

Image credits: Getty

৬০ সেকেন্ডের কম সময়ে মন ভালো করে দেওয়া অভ্যাসগুলি জানেন?

আজ বিশ্ব মানবাধিকার দিবস, প্রতিটি অধিকার রক্ষা করা প্রয়োজন

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি

বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই পাওয়া যায়