এক ভক্ত প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন, ‘আমি টাকা নিয়ে ভজন ও সুন্দরকাণ্ড পাঠ করি, তাহলে কি এর পুণ্যফল আমি পাব?’ জেনে নিন প্রেমানন্দ বাবা কী জবাব দিলেন…
প্রেমানন্দ মহারাজ বলেছেন, ‘যদি আপনি টাকা নিয়ে ভজন-কীর্তন ইত্যাদি করেন তবে আপনি এর কোনও পুণ্যফল পাবেন না, কারণ আপনি এটি বিক্রি করেছেন।’
প্রেমানন্দ মহারাজ বলেছেন, ‘এই ভজন-কীর্তনের পুণ্যফল সেই ব্যক্তি পাবেন, যিনি আপনাকে টাকা দিয়েছেন কারণ তাঁর কথাতেই তো আপনি ভজন-কীর্তন বা সুন্দরকাণ্ড করেছেন।’
প্রেমানন্দ বাবা বললেন, ‘যদি আপনি টাকা না নিয়ে এই কাজ করেন তবে এর সম্পূর্ণ পুণ্য আপনারই হবে। টাকা নেওয়ার পর পুণ্য অন্য ব্যক্তির কাছে চলে যাবে।’
প্রেমানন্দ বাবা বলেছেন, ‘যদি আপনি টাকা নিয়ে ভজন-কীর্তন করেন, তাহলে করুন কিন্তু নিজের বাড়িতে বা নির্জনে কোথাও বসে সুন্দরকাণ্ড পাঠ অবশ্যই করবেন।’
প্রেমানন্দ বাবা বলেছেন, ‘স্বার্থ ছাড়া এবং প্রভুকে পেতে চাওয়ার ইচ্ছায় ভজন-কীর্তন করলে সম্পূর্ণ পুণ্য আপনার ভাগ্যেই আসবে, এই বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন।’