Bangla

‘টাকা নিয়ে ভজন কি ঠিক?’, জেনে নিন প্রেমানন্দ মহারাজের জবাব?

টাকা নিয়ে ভজন কি ঠিক, জেনে নিন প্রেমানন্দ মহারাজের জবাব।
Bangla

টাকা নিয়ে সুন্দরকাণ্ড পাঠ করা কি ঠিক?

এক ভক্ত প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন, ‘আমি টাকা নিয়ে ভজন ও সুন্দরকাণ্ড পাঠ করি, তাহলে কি এর পুণ্যফল আমি পাব?’ জেনে নিন প্রেমানন্দ বাবা কী জবাব দিলেন…

Image credits: Facebook
Bangla

টাকা নিলে পুণ্য মিলবে না

প্রেমানন্দ মহারাজ বলেছেন, ‘যদি আপনি টাকা নিয়ে ভজন-কীর্তন ইত্যাদি করেন তবে আপনি এর কোনও পুণ্যফল পাবেন না, কারণ আপনি এটি বিক্রি করেছেন।’

Image credits: Facebook
Bangla

কার পুণ্যফল মিলবে?

প্রেমানন্দ মহারাজ বলেছেন, ‘এই ভজন-কীর্তনের পুণ্যফল সেই ব্যক্তি পাবেন, যিনি আপনাকে টাকা দিয়েছেন কারণ তাঁর কথাতেই তো আপনি ভজন-কীর্তন বা সুন্দরকাণ্ড করেছেন।’

Image credits: Facebook
Bangla

টাকা নিয়ে ভজন বিক্রি করবেন না

প্রেমানন্দ বাবা বললেন, ‘যদি আপনি টাকা না নিয়ে এই কাজ করেন তবে এর সম্পূর্ণ পুণ্য আপনারই হবে। টাকা নেওয়ার পর পুণ্য অন্য ব্যক্তির কাছে চলে যাবে।’

Image credits: Facebook
Bangla

এভাবে করলে পুণ্য মিলবে

প্রেমানন্দ বাবা বলেছেন, ‘যদি আপনি টাকা নিয়ে ভজন-কীর্তন করেন, তাহলে করুন কিন্তু নিজের বাড়িতে বা নির্জনে কোথাও বসে সুন্দরকাণ্ড পাঠ অবশ্যই করবেন।’

Image credits: Facebook
Bangla

এই বিষয়টি মনে রাখবেন

প্রেমানন্দ বাবা বলেছেন, ‘স্বার্থ ছাড়া এবং প্রভুকে পেতে চাওয়ার ইচ্ছায় ভজন-কীর্তন করলে সম্পূর্ণ পুণ্য আপনার ভাগ্যেই আসবে, এই বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন।’

Image credits: Facebook

দুঃসময় এড়াতে কী করণীয়?

গ্রীষ্মে খাবার নষ্ট হওয়া রোধ করার উপায় কী?

সানস্ক্রিন ছাড়াই রোদে ত্বকের যত্ন নিন, রইল ৫টি ঘরোয়া উপায়

এই ৭ জনের সংস্পর্শ এড়িয়ে চলুন