আধুনিক যুগে সুযোগ-সুবিধা থাকা বাথরুম তৈরি করা সম্ভব। কিন্তু সঠিকভাবে ব্যবহার না করলে জীবাণু সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।
এতে প্রচুর জীবাণু জন্মাতে পারে। ব্যবহারের পর ভেজা অবস্থায় রাখলে জীবাণু বৃদ্ধি পায়।
প্রতিবার ব্যবহারের পর শুকিয়ে রাখুন। পুরনো বাথ লুফা ব্যবহার করবেন না।
গোসলের পর একই টয়ালে বারবার ব্যবহার করবেন না। এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে। ভেজা থাকলে ছত্রাক জন্মাতে পারে।
সপ্তাহে অন্তত একবার টয়ালে ধুয়ে পরিষ্কার করুন। নাহলে জীবাণু ছড়িয়ে পড়বে।
বাথরুমে ওয়াশবেসিনের কাছে টুথব্রাশ রাখা হয়। ব্যবহারের পর খোলা রাখা থেকে বিরত থাকুন। এতে জীবাণু জন্মায়।
বাতাসে থাকা জীবাণু ব্রাশে সহজেই ঢুকে পড়ে। এতে মুখে সংক্রমণ হতে পারে। ব্রাশ সবসময় ঢেকে রাখুন।
বাতাসে ভেসে থাকা জীবাণু বাথরুম এবং ব্যবহৃত জিনিসপত্রকে দূষিত করে। এতে সংক্রমণ হতে পারে।
ব্যবহারের পর টয়লেট সিট ঢেকে রাখুন। নাহলে টয়লেটের জীবাণু বাথরুমে ছড়িয়ে পড়বে।
বর্ষায় দ্রুত বৃদ্ধি পায় কোন ৬টি গাছ?
খুব সহজ উপায়ে বাড়িতেই ৭টি সুন্দর ফুলগাছ তৈরি করুন
বাড়িতে ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ! রইল তাড়ানোর সহজ উপায়
রান্নাঘরের মাছের গন্ধ দূর করার সহজ উপায়