Bangla

মাদার্স ডে-তে শাড়ির বদলে ৭ টি লাল ব্লাউজ উপহার দিন

মাদার্স ডে-তে লাল ব্লাউজ উপহার দেওয়ার জন্য ৭ টি নতুন ডিজাইন।

Bangla

সিকোয়েন্স ওয়ার্ক লাল পফ স্লিভ ব্লাউজ

এইবার মায়ের দিন ১১ ই মে। মা কে শাড়ির সাথে লাল রঙের ব্লাউজ উপহার দিতে পারেন। মিসম্যাচ ট্রেন্ডে তিনিও রঙিন হয়ে উঠবেন।

Image credits: pinterest
Bangla

ব্যাক কিহোল রেডিমেড ব্লাউজ

মায়ের ব্লাউজ সেলাই করার ঝামেলা থেকে মুক্তি দিতে আপনি এমব্রয়ডারি ওয়ার্ক রেডিমেড ব্লাউজ উপহার দিতে পারেন। ব্যাক কিহোল ব্লাউজ ডিজাইন ট্রেন্ডে আছে, এই ধরণের ডিজাইন চেষ্টা করুন।

Image credits: pinterest
Bangla

কলার প্রিটেন্ড ব্লাউজ ডিজাইন

যদি আপনার মা অফিসগামী অথবা শিক্ষিকা হন, তাহলে প্রিটেন্ড কলার ব্লাউজ উপহার দিতে পারেন। এটি যেকোনো শাড়ির সাথেই মানানসই দেখাবে। ১০০০ টাকার মধ্যেই একই ধরণের ব্লাউজ পেয়ে যাবেন।

Image credits: pinterest
Bangla

লাল ভি-নেক ব্লাউজ সোনালী জরির কাজ

রেডিমেড ব্লাউজের এই ডিজাইনটিও বেশ সুন্দর। লাল রঙের ব্লাউজের নেকলাইন ভি-আকৃতির। এর উপর কালো পাড় লাগিয়ে সোনালী জরির কাজ করা হয়েছে।

Image credits: pinterest
Bangla

গোল গলার মেরুন ব্লাউজ বেনারসি পাড়

মেরুন রঙের এই ব্লাউজ ডিজাইনটিও বেশ সুন্দর। ব্লাউজের পাড়ে সবুজ বেনারসি লেস লাগানো হয়েছে। এছাড়াও গলায় প্যাপিনের ডিটেলিং দেওয়া হয়েছে।

Image credits: pinterest
Bangla

হল্টার নেক লাল ব্লাউজ

ভারী কাজে সজ্জিত হল্টার নেক ব্লাউজ শাড়ি এবং লেহেঙ্গা উভয়ের সাথেই মানানসই। যদি মা স্লিভলেস প্যাটার্নের ব্লাউজ পরেন, তাহলে একই ধরণের ডিজাইন তাকে উপহার দিতে পারেন।

Image credits: social media
Bangla

রেডিমেড ব্লাউজের দাম

বাজারে রেডিমেড ব্লাউজের চমৎকার ডিজাইন পাওয়া যায়। ৩০০-৩০০০ টাকার মধ্যে ব্লাউজ অনলাইন অথবা অফলাইন বাজার থেকে কিনতে পারেন।

Image credits: pinterest

৭টি ফুলের হেয়ারস্টাইল জেনে নিন

ত্বকের ক্যান্সারের ৬ কারণ, জেনে নিন সাবধানতা

সাদা চুল ঢাকার ৫ টি সহজ টিপস, কালার লাগবে না

মায়ের জন্য ৫টি রুপোর পায়েল উপহার দিন