বর্ষাকালে নানা ধরনের পোকামাকড়ের উৎপাত বাড়িতে দেখা যায়। বাড়ির উইপোকার উৎপাত দূর করার জন্য কী করতে হবে তা জেনে নিন।
বাড়ির ফাটল বন্ধ করে দিলে এই ধরনের পোকামাকড়ের উপদ্রব কমে। জানালা, দরজা ইত্যাদি নিয়মিত পরীক্ষা করা উচিত।
উইপোকার কারণে বাড়ির আসবাবপত্র নষ্ট হতে পারে। তাই নিয়মিত দরজা-জানালা পরীক্ষা করা প্রয়োজন।
আর্দ্র স্থানে উইপোকার উপদ্রব বেশি হয়। তাই বাড়িতে পানির লিক থাকলে দ্রুত মেরামত করুন।
অনেক গুণের অধিকারী ঘৃতকুমারী। এর জেল উইপোকা আক্রান্ত স্থানে লাগালে উপকার পাওয়া যায়।
বাতাসে আর্দ্রতা আটকে থাকলে উইপোকার উপদ্রব বাড়ে। তাই বাড়িতে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করুন।
বাড়িতে আবর্জনা জমে থাকলে এবং জিনিসপত্র এলোমেলোভাবে রাখলে উইপোকার উপদ্রব বাড়ে। বাড়ি পরিষ্কার রাখুন।
আসবাবপত্র মাঝেমধ্যে রোদে দেওয়া ভালো। এতে উইপোকা দূর হয়।
বাড়িতে অ্যালোভেরা গাছ লাগানোর ৭টি উপকারিতা
জুলাই মাসে এই ৭টি গাছ লাগালে দুর্দান্ত ফল পাবেন
টুথব্রাশের ব্রিসল્স দুটি ভিন্ন রঙ থাকে কেন? রয়েছে চমকপ্রদ তথ্য
বর্ষাকালে সাপের অবাধ গতিবিধি রোধ করতে চান? রইল ৭টি টিপস