Bangla

লবণ দিয়ে পরিষ্কার করার টিপস

লবণ দিয়ে কীভাবে পরিষ্কার করবেন জেনে নিন।
Bangla

জং দূর করুন

জং ধরা জায়গায় লবণ ঘষলে জং সহজেই দূর হয়ে যায়।

Image credits: iStock
Bangla

হাতের দুর্গন্ধ দূর করুন

পেঁয়াজ, রসুন কাটার পর হাতে দুর্গন্ধ হয়। লবণ জলে হাত ধুলে দুর্গন্ধ চলে যায়।

Image credits: iStock
Bangla

কিচেন সিঙ্ক পরিষ্কার করুন

কিচেন সিঙ্কের দাগ ও দুর্গন্ধ দূর করতে লবণ ছিটিয়ে গরম জল ঢেলে পরিষ্কার করুন।

Image credits: social media
Bangla

বাড়ি পরিষ্কার করুন

বাড়ি মোছার জলে লবণ মিশিয়ে মুছলে ধুলো, ময়লা, ব্যাকটেরিয়া দূর হয়।

Image credits: pinterest
Bangla

বাসনের দাগ দূর করুন

বাসনের দাগ দূর করতে লবণ ছিটিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করুন।

Image credits: Social Media
Bangla

বাথরুমের দাগ দূর করুন

বাথরুমের দেয়াল ও মেঝের হলুদ দাগ দূর করতে লবণ ব্যবহার করুন।

Image credits: Getty

বাড়িতে দুটি ঝাড়ু একসাথে রাখা কি ঠিক? জেনে নিন বাস্তু টিপস

এই উপায়তেই ঘর থেকে পিঁপড়া দূর হয়ে যাবে মুহূর্তের মধ্যে

বিশ্বের সবচেয়ে বিষাক্ত ১০ ব্যাঙ, যাদের রঙ মুগ্ধ করে

বর্ষায় সবজি পরিষ্কার রাখার সহজ টিপস, জেনে নিন কী করবেন