Bangla

মুখের বলিরেখা দূর করার সহজ টিপস

মুখের বলিরেখা দূর করার সহজ কিছু ঘরোয়া টিপস সম্পর্কে জানুন।
Bangla

কেন ঘরোয়া উপায় ভালো?

বাজারের দামি ক্রিমে অনেক রাসায়নিক থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। ঘরোয়া উপায়ে রাসায়নিক না থাকায় ত্বক ভালো থাকে।

Image credits: Getty
Bangla

অ্যালোভেরা জেল

মুখে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং বলিরেখা কমে। প্রতিদিন মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

Image credits: Getty
Bangla

লেবু ও মধু

লেবুতে ভিটামিন সি আছে এবং মধু ত্বককে কোমল করে। দুটো একসাথে মিশিয়ে মুখে লাগালে ভালো ফল পাওয়া যায়। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

Image credits: Freepik
Bangla

নারকেল তেল ম্যাসাজ

প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখে নারকেল তেল লাগিয়ে ম্যাসাজ করলে বলিরেখা কমে।

Image credits: Freepik
Bangla

দুধ ও কলা ফেসপ্যাক

একটা পাকা কলা চটকে তাতে অল্প দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি বলিরেখা প্রতিরোধ করে।

Image credits: freepik
Bangla

গোলাপজল ও চন্দন

চন্দন বলিরেখা কমায়, গোলাপজল ত্বককে ঠান্ডা রাখে। দুটো একসাথে মিশিয়ে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করুন।

Image credits: Social media
Bangla

মনে রাখবেন!

ত্বককে বলিরেখামুক্ত ও সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান এবং ঘুম অপরিহার্য।

Image credits: Pinterest

ভারতে পাওয়া ১০ টি বিরল প্রাণী

ডেঙ্গুতে কী খাবেন: জেনে নিন ৬টি উপকারী খাবার

পোষা প্রাণীদের এই ৫টি খাবার দেবেন না! দিলেই ক্ষতি হয়

রইল আপনার যমজ ছেলেদের জন্য সুন্দর নাম